• শিশু সহ তিন ছাত্রকে যৌন নিগ্রহ, ধৃত হস্টেল ওয়ার্ডেন
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, ইটানগর:  অরুণাচল প্রদেশের বেসরকারি আবাসিক বিদ্যালয়ে ৬ বছরের শিশু সহ তিন ছাত্রকে যৌন নির্যাতন। সিয়াং জেলার মেবো এলাকার এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্কুলের হস্টেল ওয়ার্ডেনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। শৌচালয়ে গিয়ে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে সে। স্কুল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ওই পড়ুয়াকে বাড়িতে পাঠিয়ে দেয়। অভিভাবকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের পরীক্ষায় যৌন নিগ্রহের বিষয়টি ধরা পড়ে। ওই ছাত্র বাড়ির লোকজনকে জানায়, হস্টেলের ওয়ার্ডেন বহু দিন ধরেই অশ্লীল ছবি দেখিয়ে যৌন নিগ্রহ করেছেন। এরপরই অভিভাবকরা পুলিশের দ্বারস্থ হন। একইভাবে প্রথম, ষষ্ঠ শ্রেণির আরও দুই পড়ুয়াকে যৌন নিগ্রহের বিষয়টিও সামনে আসে।  

    মেবো থানার পুলিস আধিকারিক অকাই চামা জানান, ছয় থেকে ১৩ বছরের  তিন ছাত্রর যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ পুলিস হস্টেল ওয়ার্ডেন হেন জনসন বাইথেইকে (৩৩) গ্রেপ্তার করেছে। 
  • Link to this news (বর্তমান)