• ঝাড়খণ্ডের বিধায়কদের বিদেশযাত্রার অনুমতি খারিজ
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক। সেই মামলায় রাজ্যের আপত্তিতে ওই বিধায়কদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 

    ২০২২ সালের জুলাই মাসের শেষে প্রায় ৫০ লক্ষ টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ার পাঁচলার কাছ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ওই বছরই শেষের দিকে তাঁদের শর্ত সাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট। প্রত্যেককে এক লক্ষ টাকার দুই জামিনদারের শর্ত সহ তাঁদের পাসপোর্ট তদন্তকারী আধিকারিকের কাছে জমা রাখার নির্দেশ দিয়েছিল আদালত।

    সম্প্রতি ইংল্যান্ড যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ইরফান আনসারী সহ বাকি দুই বিধায়ক। তাঁদের আবেদনের তীব্র বিরোধিতা করে রাজ্য। রাজ্যের কৌঁসুলি জয়ন্ত সামন্ত জানান, ওঁদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। সেখানে তাঁরা হাজির হচ্ছেন না, উপরন্তু কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলায় তাঁর কোনও জবাব দেননি। রাজ্যের আশঙ্কা, ওই বিধায়করা যদি পাসপোর্ট নিয়ে গা ঢাকা দেন তাহলে এই মামলার নিষ্পত্তি হবে না। বিচার প্রক্রিয়ায় শুরু হবে না। রাজ্যের যুক্তিকে মান্যতা দিয়ে ওই বিধায়কদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। যদিও বিধায়কদের আইনজীবী অয়ন ভট্টাচার্যের দাবি ছিল, ইংল্যান্ডে একটি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনে অংশ নিতে ঝাড়খণ্ড  মন্ত্রিসভার অনুমতি পেয়েছেন তাঁরা। সেখানের মন্ত্রিসভা তাঁদের প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আদালতের নির্দেশ, এখনই পাসপোর্ট ফেরত পাবেন না আবেদনকারী বিধায়করা।
  • Link to this news (বর্তমান)