তৃতীয় শ্রেণি থেকেই স্কুলের পাঠ্যক্রমে ঢুকছে ‘এআই’, প্রশিক্ষণ পাবেন শিক্ষকরাও
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশব্যাপী ক্লাস থ্রি থেকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স)। কৃত্রিম বুদ্ধিমত্তায় পড়ুয়াদের সড়গড় করাতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া পাঠ্যক্রম চালু করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এসংক্রান্ত যাবতীয় ‘রিসোর্স’ হাতে পাবে পড়ুয়ারা। তবে পাঠ্যক্রম চালুর আগে শিক্ষকদের এব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে। ‘নিষ্ঠা’ কর্মসূচির মাধ্যমে ওই প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। জানা যাচ্ছে, মূলত সিবিএসইর আওতাভুক্ত সবক’টি স্কুলেই তৃতীয় শ্রেণি থেকে এই পাঠ্যসূচি চালু করা হবে। স্বাভাবিকভাবে এই তালিকায় থাকবে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি। শিক্ষামন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, এবিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গেও কথা বলা হবে।
যদিও এদিনের বিবৃতিতে শিক্ষামন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, ২০২৩’-এর (এনসিএফ এসই) আওতায় যেসব বোর্ড রয়েছে, তার সবক’টিতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কম্পিউসেশন্যাল থিঙ্কিংয়ের (এআই অ্যান্ড সিটি) পাঠ পড়ানো হবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, এব্যাপারে ইতিপূর্বে সিবিএসই কর্তৃপক্ষ একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল। তার মাথায় ছিলেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক কার্তিক রমণ। এআই অ্যান্ড সিটি পাঠ্যক্রমের বিস্তারিত সূচি তৈরি করাই ওই বিশেষজ্ঞ কমিটির অন্যতম প্রধান দায়িত্ব ছিল। বুধবার এসংক্রান্ত একটি বৈঠক হয় শিক্ষামন্ত্রকের। ওই বৈঠকে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ছাড়াও সিবিএসই, এনসিইআরটি, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। বুধবারের ওই বৈঠকেই ক্লাস থ্রি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই এদিন এসংক্রান্ত ঘোষণা করে শিক্ষামন্ত্রক।
কেন্দ্র জানিয়েছে, ‘এআই ফর পাবলিক গুড’—এই ভাবনার উপর ভিত্তি করেই পাঠ্যক্রমের যাবতীয় সূচি তৈরি করা হয়েছে। সরকারি সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সাম্প্রতিক অতীতে এআই যত না ভালো কাজে ব্যবহৃত হচ্ছে, তার থেকে অনেক বেশি এর অপপ্রয়োগ হচ্ছে। ফলে ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে এব্যাপারে সচেতনতা তৈরি করা জরুরি। প্রধানত এই উদ্দেশ্য থেকেই এব্যাপারে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রক আরও জানিয়েছে, এনসিএফ এসই, ২০২৩-এর পাশাপাশিই ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির (এনইপি) সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত পাঠ্যসূচি তৈরি করা হয়েছে।