দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত, শপথ ২৪ নভেম্বর
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। ২৩ নভেম্বর অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। পরদিন ২৪ নভেম্বর দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন, বিচারপতি সূর্য কান্ত এই পদে থাকবেন ১৫ মাস। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রধান বিচারপতি থাকবেন। ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে জন্ম বিচারপতি সূর্য কান্তের। ২০১৯ সালের ২৪ মে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদ বিলোপ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের সদস্য ছিলেন তিনি। এছাড়াও ঔপনিবেশিক দেশদ্রোহ আইন স্থগিত সংক্রান্ত মামলাতেও তিনি শীর্ষ আদালতের বেঞ্চের সদস্য ছিলেন। সম্প্রতি বিহারে এসআইআরে বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের পরিচয় জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলার যে বেঞ্চে শুনানিতে হচ্ছে, তারও সদস্য বিচারপতি সূর্য কান্ত। এছাড়া ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ সংক্রান্ত রায়ও বহাল রেখেছিল বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।