• ভরদুপুরে মুম্বইয়ে পণবন্দি ১৭ শিশু পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু অভিযুক্তের, অডিশনের অছিলায় ডেকে ভয়ঙ্কর ছক
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • মুম্বই: স্টুডিওতে পণবন্দি ১৭ শিশু। আগুন লাগিয়ে দেওয়ার হুমকি। পুলিশি অপারেশন। গুলি বিনিময়। শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার শিশুদের। বৃহস্পতিবার ভরদুপুরে বাণিজ্যনগরী মুম্বইয়ের পাওয়াইয়ের আরএ স্টুডিওর ঘটনা যেন কোনও সিনেমার চিত্রনাট্য। পুলিশ সূত্রে খবর, পুলিশকে লক্ষ্য করে এয়ারগান থেকে গুলি চালায় অভিযুক্ত রোহিত আর্য। পালটা এক রাউন্ড গুলি চালায় পুলিশও। তাতেই গুরুতর আহত হয় রোহিত। হাসপাতালে চিকিৎসা চলাকালে মৃত্যু হয়েছে তার। 

    পুলিশ সূত্রে খবর,  পাওয়াইয়ের ওই স্টুডিওতে ৮ থেকে ১৫ বছরের শিশুদের ‘অডিশনের’ অছিলায় ডেকেছিল রোহিত। শিশুদের পণবন্দী করবার পর একটি ভিডিও প্রকাশ করে সে। সেখানে সে বলে, ‘আমি রোহিত আর্য। আত্মহত্যার বদলে আমি শিশুদের পণবন্দী করার সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্রের খবর,  মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপক কেসরকারের সঙ্গে কথা বলতে চেয়েছিল অভিযুক্ত। দাবি মানা না হলে গোটা স্টুডিওতে আগুন লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় সে। পাশাপাশি রোহিত ওই ভিডিওতে দাবি করে, কোনও টাকা সে চায় না এবং সন্ত্রাসবাদের সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই। পুলিশ জানিয়েছে, দমকলের সহায়তায় শিশুদের উদ্ধার করা হয়। দমকল আধিকারিক অভিজিৎ সোনাওয়ানে বলেছেন, ‘আমরা  দুপুর তিনটে নাগাদ পুলিশের কাছ থেকে ফোন পাই। ঘটনাস্থলে গিয়ে বিশেষ যন্ত্রের সাহায্যে গ্রিল কেটে পুলিশের ভিতরে ঢোকার বন্দোবস্ত করে দিই। শিশুদের প্রত্যেককে উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে একটি এয়ারগান ও রাসায়নিকের ক্যান পাওয়া গিয়েছে। এর আগে রোহিত অভিযোগ করেছিলেন, নিকাশী সংক্রান্ত একটি প্রচার অভিযানের জন্য সরকারের কাছ থেকে টাকা পাওনা রয়েছে তাঁর। রাজ্যের তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও দু’দফায় মাত্র ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাঁকে। টাকার জন্য দু’বার অনশনও করেছিলেন তিনি। রোহিত আর্য কে?অভিযুক্ত পুনের রোহিত আর্য। বয়স ৩৮। শিক্ষকতার পাশাপাশি ইউটিউবকেও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। সূত্রের খবর, রোহিতের অভিযোগ ছিল মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। মহারাষ্ট্রে স্বচ্ছতা অভিযানের জন্য একটি প্রকল্পে বরাদ্দ ছিল দু’কোটি টাকা। কিন্তু রোহিত প্রকল্পে কাজ করার পরেও টাকা পাননি। দু’বার অনশনেও বসেছিলেন। ফল হয়নি। সেজন্যই তিনি এই মারাত্মক পথ বেছে নেন।৩৫ মিনিটের নিখুঁত অপারেশনপুলিশ সূত্রে খবর, ৩৫ মিনিটের নিখুঁত অপারেশনে খতম করা হয় রোহিতকে। দমকলের সাহায্যে শৌচাগার দিয়ে প্রবেশ করে পুলিশের কুইক রেসপন্স টিমের আট কমান্ডো। ভিতরে ঢুকে রোহিতকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন কমান্ডো দলের প্রধান। তবে রোহিত বারবার গুলি চালানো ও স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। আলোচনা ব্যর্থ হলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আর্য। পালটা গুলি চালান কমান্ডোরা। দলনেতা। সেই গুলিতেই গুরুতর আহত হয় আর্য। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা কোনও ঝুঁকি নেওয়ার পরিস্থিতিতে ছিলাম না।’ পুলিশ জানিয়েছে, ঘরটিতে প্রবেশ করা কমান্ডো বাহিনীর জন্য অত্যন্ত বেশ কঠিন ছিল। চারিদিকে ছড়িয়ে ছিল ক্যামেরা ও আলোর নানা সরঞ্জাম। এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিল শিশুরা। ফলে তাদের রক্ষা করার কাজটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল।  
  • Link to this news (বর্তমান)