তিন বাহিনীর যৌথ মহড়া, পাক সীমান্তে শুরু ‘অপারেশন ত্রিশূল
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতের রেশ এখনও কাটেনি পাকিস্তানের। এর মাঝেই পাকিস্তানের কাঁপুনি বাড়াল ভারত। পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার স্থলবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার মধ্যে সমন্বয় বাড়াতে শুরু হল ‘অপারেশন ত্রিশূল’। এই মহড়া চলবে টানা ১২ দিন ধরে।
গুজরাত ও রাজস্থানের ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। অপারেশন সিন্দুরের পর এটিই ভারতের সবচেয়ে বড় সামরিক মহড়া। এর প্রথম ধাপে রয়েছে নৌবাহিনী। কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি ক্লাস ফ্রিগেট ও দ্রুত আক্রমণকারী জাহাজ নিয়ে মহড়ায় নেমেছে তারা। এরপর দ্বিতীয় ধাপে সেনাবাহিনী। তাদের সঙ্গে থাকছে টি-৯০ ট্যাঙ্ক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সহ আরও অনেক অত্যাধুনিক সমরসম্ভার। শেষ ধাপে রয়েছে বিমানবাহিনী। রাফাল, সুখোই ৩০, ড্রোন থাকছে তাদের সঙ্গে। এছাড়াও বিএসএফ, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও এই মহড়ায় অংশ নিয়েছে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সব বাহিনীর একত্রিত হয়ে মহড়ায় অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে নয়াদিল্লি— সীমান্তে সব পরিস্থিতির জন্য প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী।