নির্বাচনের আগে রক্তাক্ত বিহার, জন সুরাজ পার্টির নেতাকে গুলি করে গাড়িতে পিষে খুন
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
পাটনা: ভোটের আগেই হিংসা। নির্বাচনী প্রচার চলাকালীন জন সুরাজ পার্টির নেতাকে গুলি করে, গাড়ি চাপা দিয়ে খুন করা হল বিহারে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের বাসবনচক গ্রামে মোকামা কেন্দ্রের দলীয় প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচার করছিলেন দুলরচাঁদ যাদব। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন দুলরচাঁদ। এর পরে তাঁকে গাড়িতে পিষে দেওয়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই ঘটনায় প্রাক্তন বিধায়ক তথা জেডিইউ নেতা অনন্ত সিংয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার। জেডিইউয়ের হয়ে মোকামা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনন্ত। আর সেই কারণেই জন সুরজ পার্টির সদস্য যাদবকে তিনি খুন করিয়েছেন বলে অভিযোগ।
এই ঘটনা ঘিরে গোটা মোকামা এলাকাতেই চাপা উত্তেজনা রয়েছে। দুলরচাঁদের হত্যার প্রতিবাদে এদিন বিক্ষোভও দেখান জন সুরজ পার্টির কর্মী-সমর্থকরা। পাটনা রেঞ্জের আইজি জিতেন্দ্র রানা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামলাকারীর খোঁজে তল্লাশি চলছে।