• ‘সম্রাট চৌধুরীকে বড় পদ দেবেন মোদি’ , শাহের মন্তব্যে জল্পনায় নীতীশের ভবিষ্যৎ
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিজেপি-জেজিইউ শিবির ভোটে জিতলে কি মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার? তা নিয়ে গেরুয়া শিবির এখনও স্পষ্ট কোনও ঘোষণা করেনি। তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। এবার সেই জল্পনা ফের উসকে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হয়ে ভোট প্রচারে গিয়ে শাহ দাবি করলেন, ভবিষ্যতে সম্রাটকে ‘বড় পদে’ বসাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    প্রায় এক দশক পর নির্বাচনী ময়দানে সম্রাট। মুঙ্গেরের তারাপুর থেকে ভোটে লড়ছেন তিনি। বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে এসে শাহ বলেন, ‘ সম্রাট চৌধুরী তারাপুরের ভূমিপুত্র। এখানকার মানুষের বহুদিনের দাবি ছিল তাঁদের এলাকা থেকে মন্ত্রী করা হোক। আপনাদের ভাবী বিধায়ক একজন রেডিমেড উপমুখ্যমন্ত্রী। সম্রাটকে ভোট দিয়ে জেতান। নরেন্দ্র মোদি ওঁকে অনেক বড় পদ দেবেন।’

    শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে শাসক শিবিরে ফাটল ধরাতে মরিয়া চেষ্টা কংগ্রেসের। কংগ্রেস নেতা পবন খেরা এক্স হ্যান্ডলে লেখেন, ‘ শুধুমাত্র মুখ্যমন্ত্রীই উপমুখ্যমন্ত্রীর চেয়ে বড়। নীতিশজি, আশা করি আপনি শুনতে পাচ্ছেন।’ প্রসঙ্গত, হিন্দি বলয়ে বিহারই এমন এক রাজ্য যেখানে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একজনও মুখ্যমন্ত্রী হননি। 

    অন্যদিকে নালন্দার এক জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, এসআইআরে দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাঁদের নিজেদের দেশে পাঠানো হবে। এরপরেই কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পাল্টা তোপ দেগে বলেছেন, ‘ভোট প্রচারে অমিত শাহ বারবার দাবি করেছেন, ভোটার তালিকায় থাকা বিদেশিদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু’টি সামান্য প্রশ্নের উত্তর চাইছি, নাগরিকত্ব দেওয়া বা তা যাচাই করা কি নির্বাচন কমিশনের কাজ? বিহারে এসআইআরে কতজন অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে? এক আগেও রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাকে ‘ঘুসপেটিয়া (অনুপ্রবেশকারী) বাঁচাও যাত্রা’ বলে কটাক্ষ করে শাহ বলেছিলেন, ‘লালু ও রাহুল অনুপ্রবেশকারীদের বাঁচাতে চান। আমি আপনাদের নিশ্চিত করছি, এনডিএ সরকার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে।’ 
  • Link to this news (বর্তমান)