• ‘দিল্লির হিংসা-সিএএ বিক্ষোভ ছিল সরকার ফেলারই চক্রান্ত’, সুপ্রিম হলফনামায় দাবি দিল্লি পুলিশের
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে যেখানে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন এসআইআর করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখনই দিল্লি পুলিশ দিল্লি হিংসা এবং সিএএ আন্দোলন  নিয়ে সুপ্রিম কোর্টে এফিডেবিট জমা দেওয়ার উদ্যোগ নিচ্ছে । জানা যাচ্ছে, দিল্লি হিংসা এবং পাশাপাশি সিএএ আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে সিএএ বিরোধী প্রতিবাদকে কেন্দ্রীয় সরকারকে ফেলে দেওয়ার একটি চক্রান্ত বলে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। এই মর্মেই সুপ্রিম 

    কোর্টে এফিডেবিট জমা দেবে দিল্লি পুলিশ। সুতরাং দিল্লি দাঙ্গায় প্ররোচনাকারীদের যাতে জামিন না দেওয়া হয়, সেই আবেদনের বিরুদ্ধেও সওয়াল করা হবে। কারণ একটি বৃহত্তর চক্রান্তের জেরে দিল্লি হিংসা হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ। তাদের তদন্ত অনুযায়ী দিল্লির হিংসার পাশাপাশি সিএএ আন্দোলনের জেরে প্রতিবাদ এবং হিংসা ছড়িয়েছিল উত্তরপ্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটকেও। আর দিল্লি পুলিশ মনে করছে এগুলির কোনওটা‌ই বিচ্ছিন্ন ঘটনা নয়। সবটাই একটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া ষড়যন্ত্রের অঙ্গ। ১৭২ পৃষ্ঠার এফিডেবিটের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে পুনরায় শুনানি হবে শীঘ্রই। ২০২০ সালে দিল্লিতে দাঙ্গার জেরে ৫৩ জনের মৃত্যু হয়েছিল। এমনকী এই চক্রান্তের সঙ্গে কিছু বুদ্ধিজীবীর প্রত্যক্ষ পরোক্ষ সংযোগ ছিল বলেও তদন্তে সন্ধান পেয়েছে পুলিশ। সেই কারণেই আগামীদিনে আরও গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 
  • Link to this news (বর্তমান)