দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে বাড়ল আসন, পরিকাঠামো সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হবেন উপাচার্য
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে এবার সবচেয়ে বেশি চাহিদা ইংরেজির। তাই প্রায় ২০টি আসন বৃদ্ধি করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান এবং গণিত বিভাগেও তুলনামূলক পড়ুয়ার সংখ্যা বেড়েছে। পড়ুয়ার সংখ্যা বাড়লেও পরিকাঠামোগত উন্নয়ন সেভাবে নেই। স্থায়ী বিল্ডিং থেকে স্থায়ী অধ্যাপক, কোনওটাই নেই। পুজো শেষে ক্লাস চালু হতেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়। পরিকাঠামো উন্নয়নে এবং নানা সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। উপাচার্য বলেন, এবছর শিক্ষার্থীদের ভর্তির হার অনেকটাই বেশি। এবার পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলি নিয়ে আগেই চিঠি করেছিলাম। শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আশা করছি, দ্রুত সমস্যাগুলি মিটে যাবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগ চালু রয়েছে। চলতি শিক্ষাবর্ষে আরও পাঁচটি বিভাগ চালুর জন্য বিশ্ববিদ্যালয় একাধিকবার উচ্চ শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছিল। কিন্তু নতুন বিষয়ে পঠনপাঠন শুরুর অনুমোদন মেলেনি। তবে এবছর তিনটি বিষয়ে ভর্তির হার অনেকটাই বেশি। গত শিক্ষাবর্ষগুলিতে ভর্তির হার কম ছিল। ভর্তির পর অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্যত্র চলে যেতেন।
এবার তা হয়নি। ইংরেজিতে ৫০ টি আসন থাকলেও আবেদনের সংখ্যা অনেক বেশি ছিল। ওই বিভাগে ২০ টি আসন বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত ভর্তির সংখ্যা ৬৩ জন। রাষ্ট্রবিজ্ঞানেও গতবছরের থেকে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। গণিতে এবছর ১৫ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারে আপাতত ১০৩ জন ছাত্রছাত্রী রয়েছেন। সেইমতো ক্লাসরুমের প্রয়োজন। আগামীতে আরও তিনটি সেমেস্টার একসঙ্গে চালু হলে জায়গা দিতে পারবে না বিশ্ববিদ্যালয়।
এদিকে, বালুরঘাটের মাহিনগরে বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত জায়গা থাকলেও সেখানে বিল্ডিং হচ্ছে না। নতুন বিল্ডিংও পাওয়া যাছে না। বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যা হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়টিকেই আগে উপাচার্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে।