• অল্প বৃষ্টিতেই ডুবল চাঁচল কলেজ যাওয়ার রাস্তা, ক্ষোভ
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: অল্প বৃষ্টি হলেই ডুবে যায় ব্যস্ততম রাস্তা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টিতে ফের ডুবল মালদহের চাঁচল কলেজ যাওয়ার রাস্তা। এদিন যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়েন ছাত্রছাত্রী ও স্থানীয়রা। সেখানে নিকাশি নালা ও রাস্তা সংস্কারের জোরালো দাবি উঠেছে। অভিযোগ, জলমগ্ন রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি যাওয়ার সময় নোংরা জল ছিটকে পড়ে পথচারীদের পোশাকে। বর্ষার মরসুমেও এমন দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের। ওই এলাকায় চাঁচল কলেজের পাশাপাশি একটি হাই ও প্রাইমারি স্কুল সহ একাধিক সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। এদিন রাস্তা জলমগ্ন হওয়ায় জল ভেঙে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। চাঁচল কলেজের ছাত্র মেরাজ আলির কথায়, চাঁচল সদরের মতো জায়গায় এমন বেহাল পরিস্থিতি ভাবা যায় না। দু’বছর ধরে দেখছি রাস্তায় এভাবে জল জমে থাকছে। প্রশাসন দ্রুত বিষয়টি দেখুক।

    ক্ষোভ উগরে দিয়ে কলেজপাড়ার বাসিন্দা দীপিকা রায় বলেন, নিকাশিনালা থাকলেও বুজে গিয়েছে। কংক্রিটের রাস্তায় খানাখন্দ। জমা জল ভেঙে কষ্ট করে হাঁটাচলা করছি। প্রশাসনের লোকেদের এই রাস্তায় চোখ পড়ে না। অভিযোগ, প্রায় তিনবছর ওই এলাকায় নিকাশির অব্যবস্থা থাকলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর জল যন্ত্রণায় ভুগতে থাকেন কয়েক হাজার ছাত্রছাত্রী থেকে শুরু করে শতাধিক বাসিন্দা।

    চাঁচল ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার বলেন, রাস্তাটিতে পেভার ব্লক বসানো ও নতুন করে নিকাশিনালা নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত কাজ হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)