• হরিরামপুরে বহু রাস্তা ও নিকাশিনালা বেহাল, নিরুপায় পঞ্চায়েত সমিতি
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুর ব্লকের রাস্তা, পথবাতি, পানীয় জল পরিষেবা প্রশ্নের মুখে। নিজস্ব আয় না থাকায় উন্নয়নমূলক কাজগুলি করতে পারছে না হরিরামপুর পঞ্চায়েত সমিতি। এমনটাই অভিযোগ হরিরামপুরের বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, হরিরামপুর ব্লকজুড়ে বহু রাস্তা কয়েক বছর ধরে বেহাল। হরিরামপুর সদর চৌপথি থেকে বাগিচাপুর, হাতিডোবা থেকে কুন্দনা ও পাটন রাস্তার পিচ উঠে গিয়েছে। হরিরামপুর গোপালপুর থেকে গোকর্ণ পর্যন্ত রাস্তার দশাও বেহাল। হরিরামপুর সদর এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বসানো পথবাতিও খারাপ হয়ে পড়ে রয়েছে। নিকাশিনালাও দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। হরিরামপুর বাসস্ট্যান্ড ও চৌপথি এলাকায় নিকাশিনালা আবর্জনায় বন্ধ। ব্লকজুড়ে মাৰ্ক-টু টিউবওয়েল অকেজো। 

    হরিরামপুর ব্লকের আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা রাজা ঘোষ বলেন, হরিরামপুর হাসপাতাল চৌপথি এলাকায় হাইমাস্ট লাইট বন্ধ। সদরের পথবাতি জ্বলে না। রাস্তার দশা তো বহুদিন থেকে খারাপ। হরিরামপুর বাসস্ট্যান্ড তৈরি হয়ে পড়ে থাকলেও ব্যবহার হচ্ছে না। প্রাইভেট ছোট গাড়ি ও টোটোর দখলে বাসস্ট্যান্ড। যার কারণে বাস ও ছোট যাত্রীবাহী গাড়ি বাসস্ট্যান্ডে ঢুকছে না। বাসস্ট্যান্ডের মার্কেটের স্টল বিতরণ করে নিজস্ব তহবিলও বৃদ্ধি করতে পারেনি পঞ্চায়েত সমিতি।  হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া বলেন, আমাদের নিজস্ব আয় বলতে কিছু নেই। সদরের পথবাতি ঠিক করতে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। ব্লকের একাধিক বড় পিচের রাস্তা বেহাল। তা মেরামত করার ক্ষমতা আমাদের নেই। জেলা পরিষদকে করতে হবে। পানীয় জল, নিকাশিনালার কাজ গ্রাম পঞ্চায়েতগুলিকে করতে বলেছি। পাড়ায় সমাধানে অনেক ছোট কাজ উঠে এসেছে। সেগুলি আগামীতে করা হবে।  হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় আবর্জনায় ভর্তি নিকাশি নালা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)