• স্থায়ী উপাচার্য পেয়েছে গৌড়বঙ্গ, অথচ তালিকায় নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দু’বছর ধরে উপাচার্যবিহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এরই মাঝে বুধবার  গৌড়বঙ্গ সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য  নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। তবে সেই তালিকায় নাম নেই উত্তরের সবচেয়ে পুরানো তথা অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি আরও জোরাল হয়েছে। প্রায় প্রতিটি বিভাগের শিক্ষক-অশিক্ষক কর্মী থেকে শুরু করে পড়ুয়া এবং তাঁদের অভিভাবরা আরও জোরালভাবে এই দাবিতে সরব হয়েছেন। 

    এসএসসি’র শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর ২০২২ সালে সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর থেকে অস্থায়ী উপাচার্য পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজকর্ম সক্রিয় করার চেষ্টা করা হয়েছে। তবে সেই পন্থা যে পুরোপুরি বিফলে গিয়েছিল তা একের পর এক বিশ্ববিদ্যালয়ের অন্দরে বেড়ে চলা সমস্যাই প্রমাণ। শেষ অস্থায়ী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর দায়িত্বকাল শেষ হয়েছে ২০২৩ সালে। এরপর থেকে আর কোনও উপাচার্যকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়নি। অস্থায়ীভাবে রেজিস্ট্রার এই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বর্তমানে চালাচ্ছেন। 

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য না থাকায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। তার উপরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা হতেই এবিষয়ে দাবি আরও জোরাল হয়েছে। 

    বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাস বলেন, আশা করছি খুব দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য আসবেন। যাঁর উপস্থিতিতে কাজ যথেষ্ট ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায় বলেন, আমরা আশায় আছি আগামী মাসের গোড়ার দিকে  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হতে পারে। 

    বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় শৈক্ষিক মহাসঙ্ঘ শাখার তরফে অর্ধেন্দু মণ্ডল বলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা হয়েছে তা আমরা জানি। আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নামও দ্রুত ঘোষণা হবে। 

    বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগে এভাবে এতদিন অভিভাবকহীন হয়ে আমাদের বিশ্ববিদ্যালয় কখনও চলেনি। 

    আশা করছি খুব দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার মিঠুন বৈশ্য বলেন, এবিষয়ে নিশ্চয়ই উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যপাল দ্রুত সিদ্ধান্ত নেবেন।  
  • Link to this news (বর্তমান)