পাখির বিষ্ঠায় বিপদ, দুর্ঘটনাগ্রস্ত একাধিক বাইক , এল দমকল
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: যত বিপদ পরিযায়ী পাখির বিষ্ঠায়। পরপর অন্তত কুড়িটি বাইক, গোটাচারেক টোটো হুড়মুড়িয়ে পিছলে গেল মাঝরাস্তায়। বুধবার সন্ধ্যায় আকস্মিক এই ঘটনার জেরে হুলুস্থুল কুলিক পক্ষীনিবাসের সামনে পুরনো জাতীয় সড়কে। এমন ঘটনার পর ব্যাপক যানজটে বেড়ে যায় ভোগান্তি। শেষপর্যন্ত রায়গঞ্জ টাউন ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকল বাহিনী রাস্তায় জমে থাকা পাখির বিষ্ঠা পরিষ্কার করার পর ঘণ্টাখানেক বাদে স্বাভাবিক হয় যান চলাচল।
দমকল এবং পুলিশ সূত্রের দাবি, কুলিক পক্ষীনিবাসের সামনে দিয়েই পুরনো জাতীয় সড়ক গিয়েছে। যেটি রায়গঞ্জ শহরের সঙ্গে সংযুক্তকারী অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। কিন্তু পক্ষীনিবাস থাকার ফলে গেটের বাইরে রাস্তার অংশে সারিবদ্ধভাবে রয়েছে অনেক গাছ। সেখানে আস্তানা পরিযায়ী পাখিদের। ফলে গাছের তলা, অর্থাৎ ওই রাস্তা পাখির বিষ্ঠায় ভরে থাকে। বৃষ্টির ফলে সন্ধ্যা আটটা নাগাদ পরপর দুর্ঘটনা ঘটে। ওই সময় অন্ধকার ছিল ঘটনাস্থল। তার মধ্যে ফাঁকা রাস্তায় হঠাৎ পরপর ব্রেকের শব্দ। তারপরেই একের পর এক বাইক, টোটো পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ধীমান রায় বলেন, এই ঘটনায় আমরাও তাজ্জব বনে গিয়েছি। ১৫ থেকে ২০টি বাইক ও টোটো পিছলে পড়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় বড়সড় অঘটন ঘটেনি।
প্রথমে কেউই বুঝে উঠতে পারেননি, রাস্তায় এমন কী আছে যে একের পর এক বাইক, টোটো পিছলে পড়ছে। প্রাথমিকভাবে কারও মনেও হয়নি বৃষ্টিতে রাস্তা ভিজে যাওয়ায় চাকা স্লিপ করেছে। অনেকে ভেবেছিলেন কোনও গাড়ির ইঞ্জিন অয়েল রাস্তায় কোনওভাবে ছড়িয়ে গিয়েছে। কিন্তু ট্রাফিক পুলিশের পর্যবেক্ষণের পর বোঝা যায়, পরিযায়ী পাখির বিষ্ঠা বৃষ্টির জলে ভিজে পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনা।
রায়গঞ্জ টাউন ট্রাফিক গার্ডের ওসি তাপস বিশ্বাস বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছই। দমকলকেও খবর দেওয়া হয়। তারা জল স্প্রে করে রাস্তা পরিষ্কার করে। এছাড়া, অ্যাসিড দিয়ে রাস্তায় জমে থাকা বিষ্ঠা পরিষ্কার করা হলে যানচলাচল স্বাভাবিক হয়। দমকল আধিকারিক জয়ন্ত বসুর কথায়, প্রথমে আমরা জানতে পারি রাস্তায় ইঞ্জিন অয়েল পড়ে রয়েছে। পরে বুঝতে পারি, পাখির বিষ্ঠার জন্য এই ঘটনা ঘটেছে। তড়িঘড়ি রাস্তা জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়।  রাস্তা থেকে পাখির বিষ্ঠা পরিষ্কার করছেন দমকলকর্মীরা। - নিজস্ব চিত্র।