• লালগোলা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও দুই ভারতীয় দালাল
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: বুধবার রাতে লালগোলা থানার রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশির নাম দুলাল শেখ। বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃতকে এদেশে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে ওই রাতেই দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। ধৃত দুই ভারতীয় দালালের নাম ইসমাইল শেখ ও আকাশ শেখ। ইসমাইলের বাড়ি লালগোলার রাধাকৃষ্ণপুরে এবং আকাশের বাড়ি একই থানার দুলর্ভপুরে। বৃহস্পতিবার ধৃত তিনজনের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, ধৃত বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তিন দিন আগে সে লালগোলার রাধাকৃষ্ণপুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে ঢুকেছিল। তাকে এদেশে অনুপ্রবেশে সাহায্য করেছিল ইসমাইল শেখ ও আকাশ শেখ। এদেশে ঢোকার পর সে রাধাকৃষ্ণপুরে ইসমাইল শেখের বাড়িতে আশ্রয় নেয়। সুযোগমতো নির্মাণ শ্রমিক হিসেবে তার দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। 

    লালগোলা থানার পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি ওইদিন রাতে রাধাকৃষ্ণপুর গ্রামে ঘোরাঘুরি করছিল। অপরিচিত একজনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই লালগোলা থানায় খবর দেন। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ রাধাকৃষ্ণপুরে গিয়ে ওই বাংলাদেশিকে আটক করে। এদেশে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদে লালগোলার বাসিন্দা দুই দালালের নাম উঠে আসে। রাতেই দুইজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত সোমবার রাতেই মুর্শিদাবাদ জংশন স্টেশন রোড থেকে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে দু’টি ভারতের জাল আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, লালগোলা সীমান্ত দিয়ে ওই 

    চারজন এদেশে অনুপ্রবেশ 

    করেছিল। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)