• তারা মায়ের জগদ্ধাত্রী রূপে পুজো দেখতে তারাপীঠে পুণ্যার্থীর ভিড়
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: প্রাচীনকাল থেকে দেবী তারা-ই কুমারী জগদ্ধাত্রী রূপে পূজিত হয়ে আসছেন তারাপীঠে। প্রথা অনুযায়ী বৃহস্পতিবার নবমী তিথিতে দেবী তারাকে জগদ্ধাত্রী রূপে সাজিয়ে পুজো করা হল। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপ ও কুমারী পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমান। 

    মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, তারা মায়ের মধ্যেই সব দেবী বিদ্যমান। তাই বৃহস্পতিবার দেবী জগদ্ধাত্রীকে তারা মায়ের সঙ্গে অভেদ কল্পনা জ্ঞানে পুজো নিবেদন করা হল। তিনি বলেন, ভোর থেকে বিকেল পর্যন্ত দেবীকে তারা রূপেই পুজো করা হয়েছে। বিকেল থেকে জগদ্ধাত্রী রূপে পুজো শুরু হয়। এদিন সন্ধ্যায় মায়ের বিশেষ আরতি হয়। রাতে বলির পাঁঠার মাংস, শোল মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। তিনি আরও বলেন, সবার গুরু বৃহস্পতি। আর বৃহস্পতির গুরু দেবী তারা, সেই সঙ্গে এদিন দেবীকে জগদ্ধাত্রী রূপে পুজো— তাই বিশেষ এই দিনে মাকে পুজো দিতে ভক্তরা ভিড় জমিয়েছেন। বেশি রাত পর্যন্ত মন্দির খুলে রাখা হবে। যাতে আগত পুণ্যার্থীরা সকলেই মাকে দর্শন করে পুজো দিতে পারেন।  এদিন সন্ধ্যায় মায়ের ডাকের সাজ ও বিশেষ আরতি দেখতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিহার থেকে আগত অবিনাশ যাদব বলেন, প্রতিবছর ছট পুজো শেষে জগদ্ধাত্রী পুজো দেখতে সপরিবারে তারাপীঠে আসি। দেবী তারা খুবই জাগ্রত। মায়ের কৃপায় পরিবার নিয়ে সুখে শান্তিতে রয়েছি। তাই বিশেষ এই দিনে মায়ের কাছে পুজো দিতে আসা। 

    মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, আগেও মাকে এই দিনটিতে জগদ্ধাত্রী রূপে পুজো করা হতো। তখন ভক্তদের এতটা ভিড় হতো না। তবে যত দিন যাচ্ছে, ততই জগদ্ধাত্রী পুজোর দিন তারাপীঠে পুণ্যার্থী সমাগম বাড়ছে। 

    অন্যদিকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে এইদিন কুমারী পুজোয় মেতে উঠল নলহাটির আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম। এবার এই আশ্রমের জগদ্ধাত্রী পুজো নবম বর্ষে পা দিল। আশপাশের বহু গ্রামের মানুষ এদিন আশ্রমে জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন। বিলি করা হয় অন্নভোগও। এখানে জগদ্ধাত্রীর মৃন্ময়ী মূর্তির পাশে মা সারদার প্রতিকৃতি রেখে পুজো করা হয়। সারদিন ধরে চলে বিশেষ পুজো, হোমযজ্ঞ ও ভক্তিমূলক অনুষ্ঠান। 
  • Link to this news (বর্তমান)