• মানুষকে সাহায্য করতে বাড়ি বাড়ি যাবেন যুব তৃণমূল কর্মীরা
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করতে কান্দি মহকুমায় বাড়ি বাড়ি যাবেন যুব তৃণমূল কর্মীরা। মহকুমার পাঁচটি ব্লকে প্রতিটি বাড়িতে গিয়ে মানুষকে সমস্তরকম নথি জোগাড়ে সাহায্য করবেন তাঁরা। সেইসঙ্গে বাড়ি বাড়ি ভোটার তালিকার প্রতিলিপিও পৌঁছে দেবেন।

    জেলায় ৪নভেম্বর থেকে এসআ‌ইআর-এর কাজ শুরু হচ্ছে। যদিও তার দু’দিন আগেই কান্দি মহকুমায় যুব তৃণমূল কর্মীরা এই কর্মসূচিতে নামবেন। সম্প্রতি জেলা তৃণমূলের বৈঠকে এমনটাই ঠিক হয়েছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের যুব কর্মী ও বুথ লেভেল এজেন্টরা নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি যাবেন। তাঁরা নতুন ভোটার তালিকা যেমন বাড়ি বাড়ি পৌঁছে দেবেন, তেমনই কোনও পরিবারের নথি জোগাড়ে সমস্যা হলে পাশে দাঁড়াবেন।

    শাসকদলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, ২নভেম্বর থেকে কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। আমাদের সাংগঠনিক জেলায় কান্দি মহকুমার যে চারটি ব্লক পড়ে, সেখানে সমস্ত বাড়িতে যুব তৃণমূল কর্মী ও সংশ্লিষ্ট বিএলএ গিয়ে কথা বলবেন। একজনও প্রকৃত ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সেজন্যই আমাদের এই প্রয়াস। তবে কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকে ২নভেম্বর থেকে এই কাজ শুরু হচ্ছে না। এই ব্লক শাসকদলের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় পড়ে। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত বলেন, ২নভেম্বর নগর কলেজে এসআইআর নিয়ে দলীয় সভা ও কর্মশালা রয়েছে। সেখানে দলের সমস্ত স্তরের নেতৃত্ব হাজির থাকবে। প্রতিটি বাড়িতে গিয়ে কীভাবে এসআইআর-এর বিষয়ে মানুষকে সাহায্য করতে হবে-সেটা ওই কর্মশালায় বুঝিয়ে দেওয়া হবে। এরপরই ব্লকে কর্মীরা ওই কাজে নামবেন।
  • Link to this news (বর্তমান)