• পুজো স্থানান্তরের নির্দেশ হাট কমিটির, ঘাটালে রাস্তায় জগদ্ধাত্রী প্রতিমা রেখে অবরোধ
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: হাট কমিটির মৌখিক অনুমতি নিয়ে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ গড়লেও শেষ মুহূর্তে অন্যত্র পুজো করতে বলেছে তারা। এই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ঘাটাল থানার কুঠিকোণারপুরে রাস্তায় প্রতিমা রেখে পথ অবরোধ করলেন পুজো উদ্যোক্তারা। রাধানগর-কুঠিঘাট সড়কের উপর দীর্ঘক্ষণ ওই অবরোধ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পুজোর সঙ্গে এলাকার মানুষের আবেগ জড়িয়ে থাকে। তাই এবছর পূর্বনির্ধারিত জায়গাতেই পুজো করতে বলা হয়েছে।

    শ্রীরামপুর, কুঠিকোণারপুর, চকসাদি, শুশুনিয়া ও যদুপুর-এই পাঁচ গ্রামের একটি যৌথ জায়গা রয়েছে। কুঠিঘাট বলেই সবাই ওই জায়গা চেনেন। সেখানে কুঠিঘাটের হাট বসে, গাড়ি পার্কিং হয়। বিভিন্ন পুজোও আয়োজিত হয়। ওই বিশাল এলাকার একদিকে গত তিনবছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। এবার আয়োজক কমিটির বাজেট বেড়ে যাওয়ায় কুঠিঘাটের চাতলা এলাকায় পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুজো কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ দাস, সঞ্জিত মেট্যা বলেন, আমরা পঞ্চগ্রাম কমিটির মৌখিক অনুমতি নিয়েই মণ্ডপ, অনুষ্ঠান ও মেলার আয়োজন করেছিলাম। পুজো মণ্ডপও তৈরি। এদিন হঠাৎ করে পঞ্চগ্রাম কমিটি জানিয়ে দেয়, পুরনো জায়গাতেই পুজো করতে হবে।

    এতে পুজো আয়োজকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা জানান, মণ্ডপ সহ সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পর এই মুহূর্তে পুজো স্থানান্তরিত করা সম্ভব নয়। হয় তাঁরা পুজো বন্ধ রাখবেন, নতুবা যেখানে মণ্ডপ গড়েছেন; সেখানেই পুজো করবেন। কিন্তু পঞ্চগ্রাম কমিটিও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এরপর পুজো উদ্যোক্তা ও এলাকার বাসিন্দারা রাস্তার উপরই প্রতিমা রেখে অবরোধ শুরু করেন। অবরোধকারীদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ছিল। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

    পঞ্চগ্রাম কমিটির সম্পাদক সুরজিৎ ভুঁইয়া বলেন, কুঠিঘাটের চাতালের উপর দুর্গাপুজো, শিবদুর্গা পুজো সহ নানারকম পুজো হয়ে আসছে। ফলে ওই এলাকায় হাট বসানো, গাড়ি পার্কিংয়ে সমস্যা হচ্ছে। সেজন্য তাঁদের পঞ্চগ্রামের অন্যত্র পুজো করার কথা বলা হয়েছিল। আসলে ওঁরা মানুষের সমস্যার বিষয়টি বোঝার চেষ্টা করেননি। প্রশাসন যেহেতু নির্দেশ দিয়েছে, তাই এনিয়ে আর কিছু বলছি না।  এই জগদ্ধাত্রী পুজো ঘিরে বিতর্ক।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)