• জগদ্ধাত্রী পুজোয় মাতল নাদনঘাটের বিদ্যানগর
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার বিদ্যানগর ষষ্ঠীতলার জগদ্ধাত্রী পুজোয় মাতলেন হাজার হাজার মানুষ। এবার এই পুজো ২৫তম বর্ষে পড়ল। বৃহস্পতিবার পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, রহড়া রামকৃষ্ণ মঠের মহারাজ দিব্যগুণানন্দ মহারাজ, সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। এদিন পুজোপাঠের পাশাপাশি বহু মানুষকে প্রসাদ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিদ্যানগর এলাকায় আগে কোনও জগদ্ধাত্রী পুজো হতো না। মন্ত্রী স্বপনবাবু ২০০১সালে স্থানীয় ষষ্ঠীতলায় জগদ্ধাত্রী পুজো শুরু করেন। একসময় এলাকায় যেতে কাদার রাস্তা ছিল। অনুন্নত এলাকা হিসেবে পরিচিত ছিল। কয়েক বছর আগে রাস্তাঘাট হয়েছে। একটি শিশুশিক্ষা কেন্দ্রও গড়ে উঠেছে। ষষ্ঠীতলায় নাট মন্দিরের বিশ্রামাগার তৈরি হয়েছে। মন্ত্রী বলেন, একসময় এলাকায় বহু পণ্ডিতের বসবাস ছিল। সেই থেকে এলাকার নাম হয়েছে বিদ্যানগর। এই এলাকা চৈতন্যদেবের বিচরণ ও লীলাভূমি। চৈতন্য মহাপ্রভুর পদধুলিধন্য অনেক জায়গা রয়েছে। প্রতিদিন দেশ-বিদেশের বহু ভক্ত চৈতন্যস্মৃতি বিজড়িত স্থানগুলিকে আসেন। একসময় ষষ্ঠীতলা অনুন্নত ছিল। জগদ্ধাত্রী পুজো শুরুর পর মায়ের কৃপায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ রাস্তাঘাট, স্থায়ী নাটমন্দির, শিশুশিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। একটি উপ স্বাস্থ্যকেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় অনেক কষ্টে মায়ের পুজো করতে হয়েছে। এখন মায়ের মূর্তি গড়ার অর্থ দিতে রীতিমতো লাইন পড়ে যায়। আগামী কয়েক বছরের জন্য খাতায় নামও লিপিবদ্ধ হয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)