‘বৃষ্টি ভেজা’ বই নিয়ে মেলা কলেজ স্ট্রিটে, সেপ্টেম্বরের বানভাসি কলকাতায় ক্ষতি প্রায় ১০ কোটি টাকার
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বানভাসি রাতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল ১০ কোটি টাকার বই। ক্ষতিগ্রস্ত বই রোদে শুকিয়ে ফের পাঠযোগ্য করে তোলা হয়েছে। সেগুলি নিয়ে কলেজ স্ট্রিটে মেলার আয়োজন করল দুই সংগঠন। বৃষ্টি ভেজা বই নিয়ে তিন নভেম্বর একটি মেলা বসতে চলেছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। আরও একটি মেলা হবে সাত ও আট নভেম্বর, থিওজফিক্যাল সোসাইটিতে। দু’জায়গাতেই ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে ক্ষতিগ্রস্ত বই কেনার সুযোগ পাবেন পাঠকরা।
২৩ সেপ্টেম্বর রাতে আকাশ ভাঙা বৃষ্টিতে কলকাতা ভেসে গিয়েছিল। ভেসেছিল এশিয়ার প্রাচীনতম বইপাড়া কলেজ স্ট্রিট। জমা জলে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১০ কোটি টাকার উপর বই। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছিলেন বই ব্যবসায়ীরা। কলেজ স্ট্রিটের লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল অজস্র মানুষ। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দেশ ও বিদেশের পাঠকরা। প্রকাশকরা জানান, এক রাতেই ১০ কোটি টাকার বই নষ্ট হয়েছিল। সে ক্ষতি অপূরণীয়। তবু লড়াই চালাতে হবে। তাই অকাল বইমেলার আয়োজন।
তিন নভেম্বর কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘ভিজে বইয়ের বইমেলা’ বসবে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। মেলা সকাল ১১টায় খুলবে। চলবে রাত আটটা পর্যন্ত। সংগঠনের সভাপতি মারুফ হোসেন বলেন, ‘ছোট প্রকাশক, বই বিক্রেতা, বই বাঁধাইকর্মীদের বিপুল ক্ষতি হয়েছিল। তারপর আমরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলাম। চার লক্ষ টাকা উঠেছিল। ওই দিন আমরা ৬৫ জন ছোট প্রকাশক, বই বিক্রেতা, বাঁধাইকর্মীকে তিন লক্ষ ৪২ হাজার টাকার চেক দিচ্ছি। বাকি টাকা দিয়ে আমরা কিছু বই দিচ্ছি কিনে।’ সেদিনই বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে ২৫ প্রকাশককে নিয়ে বসবে মেলা। যে বইগুলো সংগঠনের পক্ষ থেকে দেওয়া হবে তা থেকে মেলায় আসা পাঠকদের কিছু উপহারও দেওয়া হবে। টেবিল-চেয়ার পেতে রাস্তার উপর পার্কিং স্পেসে বসবে বইমেলা। ন্যূনতম ৫০, সর্বাধিক ৮০ শতাংশ ছাড়ে মিলবে বই।
এই মেলাটি শেষ হওয়ার পর সাত এবং আট নভেম্বর ‘বেঁচে উঠুক বইপাড়া’ নামে একটি মঞ্চ আয়োজন করছে ‘বৃষ্টিভেজা বইয়ের হাট’। কলেজ স্কোয়ারের থিওজফিক্যাল সোসাইটিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিজে যাওয়া বই নিয়ে মেলা হবে। মঞ্চের তরফে ঐত্রেয়ী সরকার বলেন, ‘এখন আমাদের রেজিস্ট্রেশন পর্ব চলছে। শুধুমাত্র ভিজে যাওয়া বই নিয়েই আমরা মেলার আয়োজন করেছি। ৪০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ভিজে যাওয়া বই কেনা যাবে।’
ভিজে যাওয়া বইয়ের মেলা নিয়ে পাঠকদের মধ্যে এখনই উত্সাহ তুঙ্গে। প্রকাশক, বই বিক্রেতারা ভেজা বই পরম যত্নে রোদে রেখে শুকিয়েছেন যাতে ফের পড়ার যোগ্য হয়ে ওঠে। তারপর সেগুলি নিয়ে মেলার আয়োজন করেছে উদ্যোক্তারা। ভালো বই অনেক কম দামে পাওয়ার জন্য মুখিয়ে আছে পাঠক। হোক না সে ভিজে যাওয়া, তবুও তো প্রিয় পুস্তকটি হাতে তুলে বাড়িতে নিয়ে আসা যাবে। পড়া যাবে। বাঙালির কাছে এর থেকে বড় আকর্ষণের আর কি হতে পারে।