ডাম্পারের ধাক্কায় ডিভাইডারে থাকা ল্যাম্পপোস্ট ভেঙে পড়ল অ্যাপ ক্যাবে
				বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
			
			নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরদুপুরে ভয়াবহ দুর্ঘটনা বিশ্ববাংলা সরণিতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার উঠে যায় ডিভাইডারে। ধাক্কা মারে একটি ল্যাম্পপোস্টে। রাস্তাতেই উল্টে যায় বিশাল ডাম্পারটি। ধাক্কার জেরে ল্যাম্পপোস্টটি ভেঙে ঢুকে যায় সামনের একটি অ্যাপ ক্যাবে। জখম হয়েছেন ক্যাবচালক ও ডাম্পার চালক। সায়েন্স সিটির কাছে তপসিয়া ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ। ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ডাম্পারটিকে তোলা হয়। ডাম্পারটিকে আটক করে প্রগতি ময়দান থানা। আহত দু’জনকে 
উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাস আসছিল একটি ডাম্পার। চায়না টাউন গেট পার করতেই সেটি নিয়ন্ত্রণ হারায়। বাঁদিক থেকে সরাসরি রাস্তার ডানদিকে সরে যায় বিশাল ডাম্পারটি। দেড় ফুট উঁচু ডিভাইডারে উঠে যায় সেটি। গতি বেশি থাকায় ডিভাইডারে থাকা বাঁশের ব্যারিকেড ভেঙে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। কংক্রিটের গোড়া সমতে উপড়ে যায় ওই ল্যাম্পপোস্ট। উল্টে যায় ডাম্পারটিও। খুলে যায় ডাম্পারের ইঞ্জিন সহ সামনের অংশ। আটকে পড়েন ডাম্পারের চালক।  
এখানেই বিপত্তির শেষ নয়। ভাঙা ল্যাম্পপোস্টটি গিয়ে পড়ে চলন্ত একটি ক্যাবে। সেটির সামনের উইন্ডস্ক্রিন ভেঙে আছড়ে পড়ে ল্যাম্পপোস্টটি। মাথায় চোট পান ক্যাবের চালক। একটুর জন্য প্রাণে বেঁচে যান ৪৫ বছরের ব্যক্তি।
			
				
				
				
					Link to this news (বর্তমান)