• ১৭ ফেব্রুয়ারি শুরু সিবিএসই’র দশম ও দ্বাদশের পরীক্ষা
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শুরু হবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করল সেন্টাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। আর দ্বাদশের পরীক্ষা শেষ হবে ৯ এপ্রিল। প্রসঙ্গত, গতমাসেই পরীক্ষার একটি সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছিল। তবে নয়া বিজ্ঞপ্তিতে সামান্য পরিবর্তন হয়েছে। জানা গিয়েছে, অধিকাংশ পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। কয়েকটি বিষয়ের পরীক্ষা আবার সাড়ে ১০টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে।
  • Link to this news (বর্তমান)