নৈহাটিতে ফুট ওভারব্রিজ তৈরি শুরু, কাটবে ৬ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার আতঙ্ক
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেশ কিছুদিন হল নৈহাটি স্টেশনে তৈরি হয়েছে ৬ নম্বর প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে নৈহাটি লোকাল সহ সমস্ত আপ ট্রেন দাঁড়ায়। কিন্তু এই প্ল্যাটফর্মে পৌঁছতে হলে যাত্রীদের কমপক্ষে এক কিলোমিটার হাঁটতে হচ্ছে। তাঁদের দুর্ভোগের শেষ নেই। অবিলম্বে একটি ফুট ওভারব্রিজ করা দরকার। রেল যাত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক সনৎ দে রেলমন্ত্রী থেকে শুরু করে ডিআরএমকে চিঠি দিয়েছেন। অবশেষে এই দাবি মেনে ফুট ওভারব্রিজের কাজ শুরু হল। এটি তৈরি হয়ে গেলে যাত্রীদের ব্যাপক সুবিধা হবে।
বছরখানেক হল নৈহাটি স্টেশনের পূর্ব দিকে ৬ নম্বর প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। কিন্তু ওই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা রয়েছে। নৈহাটি পুরসভার দিক থেকে কোনও যাত্রীকে ওই প্ল্যাটফর্মে যেতে হলে দীর্ঘ রাস্তা হাঁটতে হয়। ওই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালে যাত্রীদের রীতিমতো দুর্বিষহ অবস্থা হয়। রেল যাত্রীদের বক্তব্য, একটি প্ল্যাটফর্ম তৈরি করা হলেও সেখানে যাওয়ার জন্য এতদিন কোনও ফুট ওভারব্রিজ তৈরি করা হয়নি। ওই প্ল্যাটফর্মে ট্রেন এলে যাত্রীদের তা ধরতে গিয়ে নাভিশ্বাস ওঠে।
এ ব্যাপারে নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, বহু যাত্রী বলেছেন, ওই প্ল্যাটফর্মে যেতে হলে দম বেরিয়ে যায়। এক কিলোমিটারের বেশি হাঁটতে হয়। মাত্র একটি ফুট ওভারব্রিজের সঙ্গে ওই প্ল্যাটফর্মের যোগ রয়েছে। এছাড়াও একটি আন্ডারপাস তৈরি হলেও সেটিকেও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। একটু বৃষ্টিতেই জল জমছে। চূড়ান্ত অব্যবস্থা। আমরা ৬ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি ফুটওভার ব্রিজ তৈরি করতে রেলমন্ত্রী এবং ডিআরএমকে চিঠি দিয়েছিলাম। অবশেষে সেই কাজ শুরু হওয়ায় আমরা খুশি। রেল সূত্রে জানা গিয়েছে, নৈহাটি মডেল স্টেশন হিসেবে সেজে উঠছে। সব সমস্যা মিটে যাবে। প্ল্যাটফর্মের যে সমস্যা আছে, তারও সমাধান হয়ে যাবে। শীঘ্রই ফুটওভার ব্রিজ তৈরি হয়ে যাবে।-নিজস্ব চিত্র