নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল টিটাগড়ের লুমটেক্স জুটমিল। এর ফলে চল্লিশ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। একথা জেনে শ্রমিকরা মিল গেট এবং টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউয়ের কাছে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, শ্রমিকদের বঞ্চনা করছে মিল কর্তৃপক্ষ। সব শ্রমিককে ঠিকমতো কাজ দেওয়া হচ্ছে না। আবার কাজ পেলেও ঠিকভাবে টাকা পাচ্ছেন না অনেকে। এছাড়া কয়েক বছর ধরে পিএফ, ইএসআই-ও দেওয়া হচ্ছে না। এইসব ব্যাপারে নানা অসন্তোষ তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে। গত সপ্তাহে লুমটেক্স জুট মিল বন্ধ হয়ে গিয়েছিল। বিধায়ক রাজ চক্রবর্তী মিলটি খোলার ব্যাপারে উদ্যোগী হন। মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একদিনের মধ্যেই সেটি চালু করে দেন। কিন্তু শ্রমিকদের বিক্ষোভের জেরে ফের বৃহস্পতিবার তা বন্ধ হয়ে গেল। এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের বক্তব্য, ঠিকমতো অর্ডার না পাওয়ার জন্য সমস্ত শ্রমিককে কাজ দেওয়া যাচ্ছে না। টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, শ্রমিকরা আমার কাছে এসেছিলেন। তাঁরা কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। আমি সমস্ত বিষয়টি নিয়ে বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলব। শ্রমিকদের অনুরোধ করেছি, মিলটি চালু রেখে তাঁরা দাবি জানান।