• গণপিটুনি দেওয়ার অভিযোগে ধৃত তিন
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বিকেলে গারুলিয়া বাজারে মোবাইল চোর সন্দেহে বিকাশ গুপ্ত নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃত তিনজনের নাম আকাশ সিং, চিন্টু সিং এবং লালবাবু যাদব। ধৃতদের বারাকপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। মোবাইল চুরি করেছেন, এই সন্দেহে বিকাশ গুপ্ত নামে ওই যুবককে বেধড়ক মারধর করে গারুলিয়ার বাসিন্দা গুড্ডু সিংয়ের পরিবার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরবর্তীকালে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। গুড্ডু সিংয়ের বাড়িও ভাঙচুর করা হয়। ওই ঘটনাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গুড্ডু সিং এখনও পলাতক।
  • Link to this news (বর্তমান)