সরকারি স্কুলের ইউনিফর্মের ভুয়ো বরাত দিয়ে কোটি টাকার প্রতারণা
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের (ডব্লুবিএসআরএলএম) নামে প্রতারণার ফাঁদ। সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য ইউনিফর্ম তৈরির ভুয়ো বরাত! সেই ফাঁদে পা দিয়ে কোটি টাকা খোয়ালেন অন্ধ্রপ্রদেশের এক ব্যবসায়ী। প্রতারকরা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন। ভুয়ো চুক্তিও হয়েছিল ব্যবসায়ীর সঙ্গে। তিনি সরকারি কাজ ভেবে এক কোটি সাড়ে দশ লক্ষ টাকা দিয়েও ফেলেছিলেন। কিন্তু, পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার! এরপর তিনি বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, বছর দু’য়েক আগে তিনি কলকাতায় এসেছিলেন। তখনই এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তিই মূল প্রতারক। তিনি নিজেকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ডব্লুবিএসআরএলএম-এর আধিকারিক বলে পরিচয় দেন। ব্যবসায়ীকে তিনি জানান, স্কুলের ইউনিফর্ম তৈরির কয়েক কোটি টাকার কাজ আছে। যদি করতে পারেন,
আমি বরাত পাইয়ে দিতে পারি। তার জন্য কমিশন বাবদ ওই ভুয়ো আধিকারিক ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। ব্যবসায়ী ফাঁদে পা দিয়ে তাতে রাজি হয়ে যান। তিনি ৫০ লক্ষ টাকা কমিশন দিয়ে দেন।
ওই ভুয়ো আধিকারিক ব্যবসায়ীকে জানিয়েছিলেন, তাদের কাছে ইউনিফর্ম বানানোর সংস্থা আছে। ওই সংস্থাকে টাকা দিলেই তারা সেগুলি বানিয়ে দেবে। তাতে আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী আরও ৬০ লক্ষ টাকা দিয়ে দেন। ব্যবসায়ীকে বলা হয়েছিল, ওই সংস্থা থেকে সরকারের ঘরে ইউনিফর্ম চলে যাবে। তারপর ব্যবসায়ীর অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার। কিন্তু, বছর দু’য়েক কেটে গেলেও তিনি এক টাকাও পাননি! তারপর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন তিনি বুঝতে পারেন, দপ্তর এই ধরনের কোনও অর্ডার করেনি। তারপরই অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, এর আগেও এই ধরনের প্রতারণা ঘটেছিল। গত বছর ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনারও তদন্ত শুরু হয়েছে।