• সবংয়ের স্কুল থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ, নেপথ্যে পারিবারিক সমস্যা?
    এই সময় | ৩১ অক্টোবর ২০২৫
  • স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন থেকে অভিনন্দন সামন্ত (১৬) নামে এই ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ জানিয়েছে, অভিনন্দনের বাড়ি সবংয়ের ১৩ নম্বর অঞ্চলের বিষ্ণুপুর এলাকায়। অভিনন্দন স্কুলের হস্টেলেই থাকত। পুজোর ছুটিতে সে বাড়ি গিয়েছিল। ২৮ অক্টোবর সে হস্টেলে ফেরে। বুধবার ও বৃহস্পতিবার অভিনন্দন ক্লাসেও উপস্থিত ছিল। শুক্রবার সকাল থেকে অভিনন্দনকে হস্টেলের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার সহপাঠীরা। তারাই স্কুলের একটি ক্লাসরুমে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। হস্টেলের সুপার ও স্কুলের শিক্ষকদের খবর দেয় সহপাঠীরা। স্কুলের এক শিক্ষক জানান, বৃহস্পতিবার রাতে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে অভিনন্দন হস্টেলে শুতে গিয়েছিল বলে তিনি সহপাঠীদের থেকে জেনেছেন। কী ভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে দিশেহারা শিক্ষকরাও।

    এ দিন সকালে পুলিশ খবর পেয়ে হস্টেলে গিয়ে অভিনন্দনকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন অভিনন্দনের পরিবারের লোকজনও।

    কিন্তু কী কারণে আত্মহত্যা করল দশমের পড়ুয়া? সূত্রের খবর, বাবা-মা’র একমাত্র সন্তান অভিনন্দন। কোভিডে আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার পরে তার মা আবার বিয়ে করেন। প্রাথমিকভাবে অনুমান, সেই কারণে অবসাদে থাকত অভিনন্দন। মানসিক অবসাদের জেরেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান। তবে তারা জানিয়েছে, ময়নাতদন্তের পরে রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • Link to this news (এই সময়)