• Breaking News Live: ‘ভারতের শক্তি পাকিস্তানের জঙ্গিরা জানে’, একতা দিবসে আক্রমণ মোদীর
    এই সময় | ৩১ অক্টোবর ২০২৫
  • গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ ভারতের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনকে ঐক্য দিবস হিসেবে পালন করছে গোটা দেশ। শুক্রবার একতা নগর থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন মোদী। তুলোধনা করেন পাকিস্তানকে। মোদী বলেন, ‘ভারতের শক্তি পাকিস্তানের জঙ্গিরা জানে।’

    মহাগঠবন্ধন ইস্তেহার প্রকাশ করেছে আগেই। শুক্রবার যৌথ সংকল্পপত্রে চমক দিল NDA শিবির। ইস্তেহারে ১ কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি-জেডিইউ। সঙ্গে ১ কোটি মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পাবেন।

    স্বাভাবিক হলো পরিষেবা। দমদম থেকে ফের মেট্রো চালু হয়েছে। এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

    গুজরাটের একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে চলছে কুচকাওয়াজ। অংশ নিয়েছে BSF, CRPF, CISF, ITBP এবং SSB।

    শুক্রবার সকালে ফের মেট্রোয় বিভ্রাট। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে কী কারণে বন্ধ তা এখনও জানা যায়নি।

    বাংলায় SIR ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বিরোধিতার সুর চড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই শুক্রবার SIR নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কী করণীয় সেই নিয়ে আলোচনা করবেন তিনি।

    গুজরাটের একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী। এই দিনকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করছে গোটা দেশ।

    ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালাল রাশিয়া। পরপর দু’টি মিসাইল হামলা হয় বলে রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। হামলার পর থেকে ইউক্রেনের একাধিক শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

    সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে দেশে জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা হয়। শুক্রবার সকালে দিল্লিতে প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও।

    শুক্রবার আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • Link to this news (এই সময়)