ফের অফিস টাইমে বিভ্রাট কলকাতা মেট্রোর ব্লু লাইনে। দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে সকালে ঘণ্টাখানেক বন্ধ ছিল পরিষেবা। যদিও সে সময়ে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। মেট্রো সূত্রে খবর, সকাল সাড়ে নটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে। বর্তমানে পুরো রুটেই স্বাভাবিক পরিষেবা বলে দাবি কর্তৃপক্ষের। যদিও মেট্রো যাত্রীদের দাবি, এখনও স্বাভাবিক নয় পরিষেবা। প্রতি স্টেশনে থমকে পড়ছে মেট্রো।
গত কয়েকমাসে পরিষেবা নিয়ে সমস্যায় জর্জরিত কলকাতা মেট্রোর ব্লু লাইন। মাঝেমধ্যেই অনিয়মিত পরিষেবা, আংশিক পরিষেবা, দেরিতে মেট্রো চলা-সহ একাধিক সমস্যায় জর্জরিত। অফিস টাইমের শুরুতেই দমদম থেকে পরিষেবা বন্ধ হওয়ায় ক্ষোভ উগরে দেন একাধিক যাত্রী। মেট্রোর নিত্যযাত্রী ঐন্দ্রিলা মজুমদার জানান, ‘প্রতিদিন এখন আতঙ্কে থাকি ট্রেন থেকে নেমে মেট্রো পাব তো? আবার আজকে দমদম নেমে দেখি বন্ধ মেট্রো। এ বার বাসের ধাক্কা খেয়ে যাওয়া ছাড়া গতি নেই।’ অফিস টাইমের শুরুতে সকাল আটটার কিছু পর থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ব্যাপক ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
মেট্রো সূত্রে খবর, বেলগাছিয়ার কাছে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যার কারণে এই বিভ্রাট। কর্তৃপক্ষ জানিয়েছেন, অটো সিগন্যালিং সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পরিষেবা বন্ধ ছিল। কিন্তু শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশে পরিষেবা চালু রাখা হয়েছিল। এই সময় অনলাইন-এর পক্ষ থেকে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশ্বস্ত করেন ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির জেরে অটো সিগন্যালিং সমস্যায় বিপত্তি বলে জানিয়েছেন তিনি।