• মন-থা’র প্রভাবে শহরে আজ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল আবহাওয়া দপ্তর
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন-থা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে মধ্য ছত্তিশগড়ে। যার ফলে বাংলায় চলছে বৃষ্টি। আজ, শুক্রবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে মেঘলা। হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০২৭.৪ মিমি বৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)