মেট্রোর ব্লু লাইনে সিগনালিং বিভ্রাট। শুক্রবার ভোর থেকেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বরে পরিষেবা ব্যাহত হয়। সকাল সাড়ে আটটার পর থেকেই ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। ভাঙাপথে চলছিল মেট্রো। প্রায় এক ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়।
সিগনালিং ব্যবস্থায় ক্রুটির জন্য ভোগান্তিতে পরতে হয় অফিস টাইমের যাত্রীদের। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত পরিষেবা অনিবার্য কারণে বন্ধ থাকবে ঘোষণা করা হয়। আপ ও ডাউন, দুই দিকেই ট্রেন বাতিল হয়।
যাত্রীদের কামরা খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর আংশিক পরিষেবা চালু হয়। শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করে এবং একই ট্রেন সেখান থেকে ঘুরে আবার শহিদ ক্ষুদিরামে নিয়ে আসা হয়। বহু যাত্রীকে বাধ্য হয়ে বাস বা অন্য পথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এক নিত্যযাত্রীর ক্ষোভ, ‘প্রায় প্রতিদিনই কোনও না কোনও কারণে মেট্রো বন্ধ হয়, বিশেষত ব্লু লাইনে। কবে এই সমস্যা কাটবে জানি না!’
গত এক মাস ধরেই ব্লু লাইনে বারবার সমস্যা দেখা দিয়েছে। কবি সুভাষ স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়ায় সম্প্রতি সেটি বন্ধ রাখা হয়েছে। তার পর থেকে প্রান্তিক স্টেশন হয়েছে শহিদ ক্ষুদিরাম। পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি বারবার প্রযুক্তিগত ত্রুটিও যাত্রীদের যাত্রা দুর্বিষহ করে তুলছে, উঠছে একাধিক অভিযোগ।