• সোনাদায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি! নিহত ২, আহত ৬
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • ধনরাজ তামাং, দার্জিলিং: বৃহস্পতিবার রাতে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। আহত আরও ছয়জন। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

    জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি সন্ধ্যে ৭.৩০টা থেকে ৮টার মধ্যে জাতীয় সড়ক ১১০-এ দুর্ঘটনার কবলে পরে। জাতীয় সড়কের মাইল ৮-এর কাছে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এই দুর্ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সোনাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর গুরুতর আহতদের দার্জিলিং সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

    ঘটনার পরেই দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। জোরবুঙ্গালো থানা, সোনাদা পুলিশ ফাঁড়ি, সোনাদা ট্রাফিক পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে। আহতদের দেখতে সোনাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন জিটিএ-র উপ-চেয়ারম্যান রাজেশ চৌহান, রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান দিবস ছেত্রী এবং কর্মাধ্যক্ষ বাবিন্দ্র রায়-সহ অন্যান্যরা।

    প্রসঙ্গত, নেপাল থেকে মিরিক ছোট বাস (ক্রুজার) চলাচল করে। কিছুদিন আগে একটি ক্রুজার যাত্রীদের নিয়ে নেপাল থেকে মিরিকে আসছিল। বেলা সাড়ে তিনটে নাগাদ ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিরিকের কাছে পুটুং রোডের নলডারা এলাকা দিয়ে গাড়িটি যাওয়ার সময় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই রাস্তায় একাধিক বাঁক আছে। এমনই একটি বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রায় ১৫০ ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলে খবর! ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দু’জন নেপাল ও একজন মিরিকের বাসিন্দা।
  • Link to this news (প্রতিদিন)