বিষ্ণুপুরের রাস্তায় পড়ে মৃত চিতাবাঘ! দুর্ঘটনা নাকি অন্য কিছু?
প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
সুমিত বিশ্বাস ও শান্তনু কর: রাস্তায় পড়ে মৃত চিতাবাঘ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। ইতিমধ্যেই মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তর। তবে কীভাবে মৃত্যু? দুর্ঘটনা নাকি অন্য কিছু? কীভাবে ওই এলাকায় এল চিতাবাঘটি? তা নিয়ে উদ্বিগ্ন বনদপ্তরের কর্তারা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার উপর মৃত অবস্থায় চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। জানামাত্রই ঘটনাস্থলে ছুটে যান বনদপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বনদপ্তরের তরফে।
প্রাথমিকভাবে বনদপ্তরের আধিকারিকদের অনুমান, দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির। কিন্তু কীভাবে বিষ্ণুপুরে এল ওই চিতাবাঘটি? তা ভাবাচ্ছে বনদপ্তরের কর্মীদের। পাশাপাশি এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। অন্যদিকে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়িতে। বুধবার রাতে চা বাগানের শ্রমিক মহল্লায় হানা দেয় বিরাট চেহারার একটি চিতাবাঘ। একটি ছাগল কে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। লোকজনের তাড়া খেয়ে মৃত অবস্থায় ছাগলটিকে ফেলে পালিয়ে গেলেও আতঙ্কে কাঁটা স্থানীয়রা। চিতাবাঘটিকে ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর।