• সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা। তবে কেন পরিষেবা বন্ধ তা এখনও স্পষ্ট নয়। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কার্যত প্রতিদিনই মেট্রোর বিভ্রাটে ক্ষুদ্ধ যাত্রীরা। 

    গত কয়েকমাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। শুক্রবার সকালে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন সওয়া ৮ টা নাগাদ দমদম স্টেশনে ঘোষণা করা হয় যে, অর্নিবার্য কারণে আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা। 

    স্বাভাবিকভাবেই স্কুল ও অফিস টাইম হওয়ায় প্রতি স্টেশনেই বাড়তে থাকে যাত্রীসংখ্যা। কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা হলেও অধিকাংশই অপেক্ষা করেন। তবে প্রায় প্রতিদিনের এই বিভ্রাটে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই আংশিকভাবে চালু করা হয় মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে বলেই কর্তৃপক্ষ সূত্রে খবর। তবে তা অত্যন্ত ধীর গতিতে। প্রায় প্রতি স্টেশনেই দীর্ঘক্ষণ দাঁড়াচ্ছে মেট্রো। ফলে নাজেহাল যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, দমদম-গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)