• বাম-কংগ্রেসদেরও বিজেপিতে ভোট দেওয়ার আর্জি শমীকের, সৃজনের প্রশ্ন, ‘আর কত বোকা বানাবেন?’
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম-কংগ্রেস এমনকী অতিবামের কাছেও ভোটবাক্সে পদ্মফুল চিহ্ন বেছে নেওয়ার আর্জি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। বাম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “ত়ৃণমূলই বিজেপির লক্ষ্মী। আর কত বোকা বানাবেন?” শাসকদলের কটাক্ষ, “বিজেপির সংগঠন নেই। বামেদের ভোটেই ওদের রমরমা। তাই ফের বামেদের কাছে ভোট চাইছে তারা।”

    বৃহস্পতিবার শমীক ভট্টাচার্য বলেন, “এবারের মতো বাম-কংগ্রেস ও অতি বামেদের কাছে আবেদন, কিছুদিনের জন্য বুকে পাথর রেখে হলেও পদ্মেচিহ্নের বোতাম টিপুন।” ছাব্বিশের নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য এভাবে সরাসরি বামেদের কাছে বিজেপির রাজ্য সভাপতির আবেদন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ফের রাম-বাম যোগ নিয়ে সোচ্চার হয়েছে একদল। বামেদের ভোট পেয়েই বিজেপির রমরমা, শমীকের বক্তব্যে সেটাই স্পট হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    সোশাল মিডিয়ায় এই মন্তব্যের পালটা দিয়েছেন সৃজন ভট্টাচার্য। পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, তৃণমূলই বিজেপির লক্ষ্মী। লেখেন, ‘আর কত বোকা বানাবেন? বিরোধী হিসেবে সিপিএমের থেকে বিজেপি তৃণমূলের কাছে ঢের বেশি স্বস্তিদায়ক। তৃণমূল চুরি-ডাকাতি করে যাবে, আর বিজেপি সেসবে মাথা না দিয়ে হিন্দু-মুসলমান করে লাফাবে। সেটিং ইত্যাদি আর বললাম না, সারদা, চাকরি চুরি, আর জি কর ইত্যাদি দেখে মানুষ যা বোঝার বুঝে নিয়েছে।’ পালটা সৃজন আরও বলেন, ‘যদি সত্যিই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে সর্বনাশা তৃণমূলের হাত থেকে বাঁচাতে হয়, তাহলে আপনার লোকেদের বলুন, এই ২০২৬-এ কষ্ট হলেও বুকে পাথর চেপে কাস্তে হাতুড়িতে বোতাম টিপে দিতে।’
  • Link to this news (প্রতিদিন)