• সিঁথি চত্বরে পিস্তল দেখিয়ে ৩ কোটি টাকার সোনা লুট! স্বর্ণকারের স্কুটি নিয়েই উধাও আততায়ীরা
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • অর্ণব আইচ: রাতের কলকাতায় পিস্তল দেখিয়ে ৩ কোটি টাকার সোনা লুটের অভিযোগ। স্বর্ণকারকে মারধর করে তাঁর স্কুটি নিয়েই নাকি এলাকা ছাড়ে আততায়ীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর কলকাতার সিঁথিতে। বৃহস্পতিবার রাতে সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

    পুলিশ জানিয়েছে, সিঁথি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনে রয়েছে ওই স্বর্ণকারের ওয়ার্কশপ। বুধবার সন্ধ্যায় তিনি বড়বাজারে যান। কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না তৈরির জন্য তিনি প্রায় ৩ কোটি টাকার সোনা কেনেন। ওজন প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম। সেই সোনা নিয়ে রাতে স্কুটি করে ফিরছিলেনি তিনি। সিঁথিতে ওয়ার্কশপের কাছে পৌঁছতেই ২ জন তাঁর পথ আটকায় বলে অভিযোগ।

    পিস্তল দেখিয়ে স্কুটির ভিতর থেকে ৩ কোটি টাকার সোনা হাতিয়ে নেন আততায়ীরা। বাধা দিলে ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর স্বর্ণকারকে স্কুটি নিয়ে পালিয়ে যায় তারা। গতকাল, বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী। পুলিশ উত্তর কলকাতার বেশ কিছু এলাকার সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)