• ‘কংগ্রেসের জন্য ভুগছে দেশ...’, প্যাটেলের জন্মদিনে কাশ্মীর প্রসঙ্গ তুলে নেহরুকে নিশানা মোদীর
    এই সময় | ৩১ অক্টোবর ২০২৫
  • বিহারে নির্বাচনে জোর কদমে চলছে প্রচার। ৩০ অক্টোবর বিহারে জোড়া সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ অক্টোবর তিনি পৌঁছে গেলেন গুজরাটে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে, একতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চোখা চোখা অভিযোগে বিদ্ধ করলেন কংগ্রেসকে। দেশভাগ থেকে শুরু করে কাশ্মীর সমস্যা, সব কিছুর জন্যই জওহরলাল নেহরু এবং কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটের সদস্য ছিলেন। কিন্তু কংগ্রেসই তাঁর স্বপ্ন পূরণ করেনি বলে অভিযোগ মোদীর।

    কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই এমনই অভিযোগ করে এসেছে বিজেপি। বিহার ভোটের আবহে একতা দিবসেও একই সুরে কংগ্রেসকে বিঁধলেন মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিবসে, কংগ্রেসকে বিঁধে মোদীর তোপ, ‘ব্রিটিশদের স্বার্থ বজায় রেখেছে ওরা।’

    এ দিন কাশ্মীর নিয়েও কংগ্রেসকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর তোপ, ‘সর্দার প্যাটেল ভারতে গোটা কাশ্মীরকে পুরোপুরি অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। বাকি রাজ্যের ক্ষেত্রে এমনটাই করেছিলেন তিনি। কিন্তু নেহরু কাশ্মীরের ক্ষেত্রে এমন করতে দেননি। কাশ্মীরকে আলাদা সংবিধান ও পতাকা দেওয়া হয়।’

    ভারতকে দশকের পর দশক কাশ্মীরের সমস্যা নিয়ে জেরবার হতে হয়েছে। এর জন্যও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস কাশ্মীর নিয়ে যে ভুল করেছে, তার জন্য দশকের পর দশক ধরে ভুগতে হচ্ছে দেশকে। কংগ্রেসের দুর্বলতার জন্যই কাশ্মীরের কিছু অংশ এখন পাকিস্তানের হাতে রয়েছে।’

    বিজেপি বরাবর একাধিক ইস্যুতে কংগ্রেসকে নিশানা করে এসেছে। বারবার কাঠগড়ায় তুলেছে জওহরলাল নেহরু এবং কংগ্রেস নেতৃত্বকে। সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেস নেতা ছিলেন, মন্ত্রীও ছিলেন। বিজেপি গোড়া থেকেই অভিযোগ করে এসেছে নেহরু সর্দার প্যাটেলকে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে দেননি। সেই কারণেই ভারত রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ধাক্কা লেগেছে। বিহার নির্বাচনের ঠিক আগে গুজরাত থেকে ঠিক সেই সুরেই আক্রমণ শানালেন মোদী। বিহারে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই কংগ্রেস-আরজেডিরই।

  • Link to this news (এই সময়)