• SIR আবহে বদলে গেল CEO WB ওয়েবসাইট, এখন ভোটার তালিকা দেখবেন কোথায়?
    এই সময় | ৩১ অক্টোবর ২০২৫
  • SIR আবহেই বদলে গেল সিইও ওয়েস্টবেঙ্গলের ওয়েবসাইটের অ্যাড্রেস। পশ্চিমঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিষয়টি।

    এখন থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইট হচ্ছে

    https://ceowestbengal.wb.gov.in/

    ভোটার তালিকা, পশ্চিমবঙ্গে হওয়া নির্বাচন সংক্রান্ত যে কোনও তথ্য এ বার এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

    SIR ঘোষণার পর থেকেই রাজ্যের মুখ্য িনর্বাচনী আধিকারিকের ওয়েবসাইট মুখ থুবড়ে পড়েছিল। প্রায় সকলেই ওয়েবসাইটে ঢুকে ভোটার তালিকায় নাম খুঁজছিলেন। একসঙ্গে বহু লোক সাইটে ঢুকে পড়ায় ক্র্যাশ করার উপক্রম হয়। ওই বিষয়ে প্রশ্ন ওঠায় রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেছিলেন, ‘NIC আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা স্টেট ডেটা সেন্টারের সঙ্গে কথা বলে সার্ভারের সমস্যা মেটাব। এনিউমারেশন ফর্ম দেওয়ার আগে সার্ভার ঠিক হয়ে যাবে।’ এ বার ৩১ অক্টোবর নতুন ওয়েবসাইটের অ্যাড্রেস জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস।

  • Link to this news (এই সময়)