• আজ আলোচনা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে...
    আজকাল | ৩১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সবসময় এমন কিছু ভাবে, যা এগিয়ে সময়ের থেকে কিংবা সেই সময়ে দাঁড়িয়ে সবচেয়ে প্রাসঙ্গিক।  নানা সময়ে হাজির করে এমন কিছু আলোচনাসভা, যা সমৃদ্ধ করে সকলকে। তেমনই এক উদ্যোগ, 'ডিকলোনাইজেশন অফ নলেজ অ্যান্ড ডিকলোনিয়াল পেডাগগি: লুকিং ব্যাক অ্যান্ড মুভিং ফরোয়ার্ড'।  

    বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ অ্যান্ড রিসার্চ বিভাগ গত এপ্রিল মাস থেকে এটি বিশেষভাবে আয়োজন করছে। এই আলোচনাসভার পরবর্তী অধ্যায়, আজ, শুক্রবার। এদিনের আলোচনার বিষয়, 'ফ্রম ফেমিনিস্ট এপিস্টোমলজি টু ডিকলোনিয়াল এপিস্টোমলজি'। বিশেষ অতিথি প্রোফেসর লিন্ডা মার্টিন অ্যালকফ। লিন্ডা মার্টিন  সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক-এর অধ্যাপিকা এবং সোসাইটি ফর ফেনোমলোনজি অ্যান্ড এক্সিস্টেনশিয়াল ফিলোজফির কো-ডিরেক্টর। 

    লিন্ডা মার্টিন অ্যালকফ হান্টার কলেজ এবং গ্র্যাজুয়েট সেন্টার, সি.ইউ.এন.ওয়াই-তে দর্শনের অধ্যাপক। তিনি আমেরিকান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, এসপিইপি-র সহ-পরিচালক, ২০২১-এ আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য হন, একাডেমিক ইনফ্লুয়েন্স দ্বারা তাঁকে তৃতীয় সবচেয়ে প্রভাবশালী দার্শনিক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। নানা  অত্যন্ত জরুরি বিষয়ে ইতিমধ্যে তিনি বেশকিছু বই লিখেছেন।

     বইগুলির মধ্যে রয়েছে: 

    রেপ অ্যান্ড রেজিস্ট্যান্ট: আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্সিটি অফ সেক্সুয়াল ভায়োলেশন (২০১৮), দ্য ফিউচার অফ হোয়াইটনেস (২০১৫), Visible Identities: Race, Gender and the Self(২০০৬), এই বইটির জন্য ২০০৯ সালে 'ফ্রান্টজ ফ্যানন' পুরস্কার পান তিনি।  রিয়েল নোয়িং: নিউ ভার্সন অফ দ্য কোহেরেন্স থিওরি (১৯৯৬)।

     তিনি সমালোচনামূলক জাতি তত্ত্ব, নারীবাদী দর্শন, জ্ঞানতত্ত্ব এবং ল্যাটিন আমেরিকান দর্শনের ১১টি বই সম্পাদনা বা সহ-সম্পাদনা করেছেন। এবার আলোচনায় তিনি। উপস্থিত থাকবেন থাকবেন অধ্যাপিকা বুলা ভদ্র। এর আগে, আগস্ট মাসে, এখানেই বক্তব্য রেখেছিলেন, অধ্যাপিক মদিনা ত্লস্তোনোভা। প্রফেসর মদিনা ত্লস্তোনোভা একজন উত্তর-ঔপনিবেশিক নারীবাদের গবেষক। ২০১৫ সাল থেকে টেমা জি-তে তিনি এই বিষয়ে গবেষণা করছেন। তাঁর কাজ নিয়ে চর্চা দীর্ঘদিনের। তালিকায়-

     'ডিকলোনিয়াল ফেমিনিস্ট ইস্থেটিক্স অ্যান্ড সেন্সিবিলিটিস ইন ফিল্মমেকিং' এবং 'দ্য ডেডলকস্ অফ মেমোরি অ্যান্ড দ্য (নো লংগার) পোস্ট সোভিয়েত কলোনিয়ালিটি, অর ক্যান মেমোরি বি ডিকলোনাইজড্?'। তিনি বর্তমানে লিংকোপিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি ' ডিকলোনিয়ালিটি রিভিজিটেড: হোয়াট স্টিল মেকস্ সেন্স অ্যান্ড হোয়াট নিডস টু বি রিথট'-এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। 
  • Link to this news (আজকাল)