• 'BLO-দের বেঁধে রাখব...' TMC নেতার VIDEO পোস্ট শুভেন্দুর, FIR-এর দাবি BJPর
    আজ তক | ৩১ অক্টোবর ২০২৫
  • তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার এক্স এ একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে গিরীন্দ্রনাথকে বলতে শোনা যাচ্ছে, 'বিএলওরা যদি ২০০০ সালের সম্পূর্ণ ভোটার তালিকা না আনেন, আমরা তাকে বেঁধে রাখব। অভিষেক আমাদের নির্দেশ দিয়েছেন।'

    মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হুমকির ধারাবাহিকতা উদ্দেশ্যপ্রণোদিত। বিএলওদের ভয় দেখিয়ে এসআইআর-এর কাজে বাধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

    বিজেপি নেতারা মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি লিখিত অনুরোধপত্র জমা করেছেন। এবং তৎক্ষণাৎ গিরীন্দ্রনাথ বর্মণের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে হুমকি দেওয়ার অভিযোগে FIR দায়ের করার দাবি তুলেছেন। তাঁদের যুক্তি, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে টিভি-ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ধরনের হুমকি ঝুঁকিতে পরিণত হবে। এবং তা শারীরিক আক্রমণের পর্যায়ে পৌঁছতে পারে।

    গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। তৃণমূলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে এসআইআর। এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এরই মাঝে তৃণমূল নেতার বক্তব্যের বিরুদ্ধে  সুর চড়াল বিজেপি। 

     
  • Link to this news (আজ তক)