• মন-থার পরোক্ষ প্রভাবে উদ্বিগ্ন জলপাইগুড়ি! শুরু হয়েছে ভারী বৃষ্টি, পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মন-থার পরোক্ষ প্রভাবে উত্তরের আকাশে বিপর্যয়ের কালো মেঘ। আজ, শুক্রবার সকাল থেকেই উত্তরের পাহাড় ও সমতলের জেলাগুলিতে বৃষ্টি চলছে। জলপাইগুড়ির আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। জেলাজুড়ে চলছে ভারী বৃষ্টি। এনিয়ে বন্যা দুর্গত এলাকায় উদ্বেগ বেড়েছে। এমনিতেই গত ৫ অক্টোবরের বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন তাঁরা। এখনও অনেকে ত্রাণ শিবিরে রয়েছেন। তার উপর মন-থা’র কারণে দুর্যোগ ঘনিয়ে আসায় চিন্তা বেড়েছে তাঁদের। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। নদী পাড়ের ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের তরফে চলছে মাইকিং। নদীর পাড়ে মোতায়েন রাখা হয়েছে স্পিড বোট ও সিভিল ভলান্টিয়ার্স।সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করছেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। নজর রাখা হচ্ছে দুর্বল নদী বাঁধের উপর। তবে অনেক জায়গায় এখনও বাঁধ নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয়নি। অতি ভারী বৃষ্টি হলে নদীর জলস্তর বেড়ে ফের এলাকায় জল ঢুকে পড়বে কি না তা নিয়ে দানা বেঁধেছে আতঙ্ক। পাহাড়ি নদীতে কেউ যাতে না নামেন সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ঝড়, বৃষ্টি চলাকালীন যাতে কেউ জমিতে ফসল কাটতে না যান, তা নিয়েও সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। তবে এই বৃষ্টির জেরে চিন্তা বেড়েছে কৃষকদের। কারণ এখন ধান কাটার মরশুম। এমনিতেই সাম্প্রতিক বন্যায় ফসল নষ্ট হয়েছে।তার উপর মন-থা’র প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে ফসল নষ্ট হলে তাঁদের অবস্থা একেবারে সঙ্গীন হয়ে পড়বে বলে মনে করছেন কৃষকরা। বন্যা কবলিত এলাকায় জল নেমে যাওয়ার পর অনেকে নতুন করে শীতের সবজির চাষ শুরু করেছিলেন। বৃষ্টিতে সেসব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা।
  • Link to this news (বর্তমান)