জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ হাতি করিডরে বসাচ্ছে সৌরচালিত সিসিটিভি ক্যামেরা
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ হাতির চলাচলের পরিচিত করিডরগুলিতে ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরচালিত সিসিটিভি ক্যামেরা বসাতে শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বনকর্মীরা টিভি স্ক্রিনে হাতির গতিবিধি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবেন। সঙ্গে সঙ্গে কাছাকাছি গ্রামগুলিকে সতর্ক করতে ও ঘটনাস্থলে স্থানীয় দল পাঠাতে পারবেন। যার ফলে মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে। এছাড়াও বিভিন্ন স্থানে সাইরেনও বসানো হচ্ছে। সহকারী বন্যপ্রাণ রক্ষক (AWLW), মাদারিহাট-এর কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে, যেখানে বনকর্মীরা সার্বক্ষণ লাইভ ক্যামেরা ফিড পর্যবেক্ষণ করবেন।কন্ট্রোল রুমের ফোন নম্বরটি সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করা হবে এবং পুলিশের জরুরি নম্বর (১০০)-এর সঙ্গে যুক্ত করা হবে। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়। কেউ যদি ১০০ নম্বরে ফোন করেন, তবে সেই কলটি বন বিভাগের কন্ট্রোল রুমে পাঠানো হবে। তারপর কন্ট্রোল রুম থেকে স্থানীয় দলগুলিকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হবে। কন্ট্রোল রুমটি এক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। বর্তমানে জলদাপাড়া বিভাগে প্রতি রাতে ২৯টি দল মোতায়েন রয়েছে, যার মধ্যে ৯টি দল মাদারিহাট ও সংলগ্ন এলাকায় কাজ করছে। জনসচেতনতা বৃদ্ধি জলদাপাড়া বিভাগের একটি ধারাবাহিক সংঘাত প্রশমন প্রক্রিয়া। এই উদ্যোগ অব্যাহত রয়েছে, যার মধ্যে রয়েছে মাইকিং-এর মাধ্যমে প্রচার এবং বনকর্মীদের স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা। আজ, শুক্রবার থেকে মাদারিহাট অঞ্চলে আরও ৩টি নতুন দল কাজ শুরু করছে।