সিকিমে তুষারপাত, বরফের পুরু চাদরে ঢাকা পড়ল একাধিক এলাকা
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সিকিমে তুষারপাত। বরফের পুরু চাদরে ঢাকা পড়ল উত্তর সিকিমের লাচুং, লাচেন ও ইয়ুমথাং ভ্যালি। পাশাপাশি আজ, শুক্রবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে পূর্ব সিকিমের ছাঙ্গুতে। নাথুলার পথ ঢেকে গিয়েছে বরফের চাদরে। আজ, শুক্রবার রাতে ওইসব এলাকায় আরও বেশি তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সিকিমের আবহাওয়া আধিকারিক গোপীনাথ রাহা।দার্জিলিংয়ের সান্দাকফুতেও এদিন রাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী কাল, শনিবারও সিকিমে তুষারপাত চলতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে মন-থা’র প্রভাবে উত্তরবঙ্গে যে বৃষ্টি শুরু হয়েছে, আগামী কাল অর্থাৎ শনিবার বিকেল থেকে তা কমতে পারে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এদিন জানান সিকিমের আবহাওয়া আধিকারিক।