উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে (পার্ট ওয়ান) যুগ্মভাবে প্রথম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই পড়ুয়া
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে ফলপ্রকাশ (পার্ট ওয়ান) হয়েছে আজ, শুক্রবার। রেজাল্টে দেখা গিয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই পড়ুয়া যুগ্মভাবে রাজ্যের সম্ভাব্য মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছেন। তবে শুধু এই দু’জন নয়, একই স্কুলের আরও ২২ জন রাজ্যের সম্ভাব্য মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। মেধা তালিকার শীর্ষে থাকা আদিত্যনারায়ণ জানা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা এবং প্রীতম বল্লভ হুগলির আরামবাগের বাসিন্দা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দ মহারাজ বলেন, ফল খুব ভালো হয়েছে। ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জনই মেধা তালিকায় স্থান পেয়েছেন। চতুর্থ সেমেস্টারেও যাতে এই ধারা বজায় থাকে সেই চেষ্টা রয়েছে আমাদের। ৯৮.৯৭ শতাংশ পেয়ে রাজ্যের মেধা তালিকায় যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী প্রীতম আগামীতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান। তবে এখন তাঁর মূল লক্ষ্য চতুর্থ সেমেস্টার। সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আদিত্যনারায়ণ অবশ্য এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন। আপাতত চতুর্থ সেমেস্টারের প্রস্তুতিই চলছে। তাঁরা একযোগে বলেন, এবছরই প্রথমবার উত্তরপত্র হিসেবে ওএমআর শিট ব্যবহার করেছি। শুরুতে খানিকটা ভয়ভীতি ছিল। কিন্তু প্রস্তুতি ভালো থাকায় ফল আশানুরূপ হয়েছে। আগামীতে যেন ফল আরও ভালো হয় সেই লক্ষ্যেই পথ চলছি।