• টাকা ফেরত চাইতেই জুটল মার! কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সালিশি সভা থেকে বের হওয়ার পর এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই সভায় থাকা কয়েকজনের বিরুদ্ধে। এমনকি হাওড়ার শ্যামপুর থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের নামও জড়ালো এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে শ্যামপুর থানার নাউলে। ঘটনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী ওই সিভিক ভলান্টিয়ার সহ পাঁচজনের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। জানা গিয়েছে, শ্যামপুর থানার সাইবেনিয়া গ্রামের বাসিন্দা আসফাকউদ্দিন খান ওই সিভিক ভলান্টিয়ার শেখ মইদুলের কাছ থেকে কিছু টাকা পেতেন। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।আক্রান্ত ব্যক্তির পরিবারের অভিযোগ গত সোমবার একটি বিষয় নিয়ে নাউলে সালিশি সভা বসেছিল। সেখানে আসফাকউদ্দিন খান সহ আরও অনেক ব্যক্তি এবং অভিযুক্তরা উপস্থিত ছিল। তাদের অভিযোগ সালিশি সভায় কোনও সিদ্ধান্ত না হওয়ায় সবাই বাড়ি চলে গিয়েছিল। বাড়ি ফেরার পথে একটি অন্ধকার জায়গায় আসফাকউদ্দিন খানকে ঘিরে ধরে অভিযুক্তরা। তারপরে রড-লাঠি-বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর পরিবারের লোকজন আসফাকউদ্দিন খানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে ভর্তি করে।পরে তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত ব্যক্তির পরিবার সূত্রে খবর, আজ, শুক্রবার তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পরিবারের অভিযোগ আসফাকউদ্দিন, মইদুলকে বেশি কিছুদিন আগে টাকা ধার দিয়েছিল। পরে ওই টাকা ফেরত চাইলে মইদুল তাকে হুমকি দিত। গত সোমবার সালিশি সভার অছিলায় পরিকল্পনা করে আসফাকউদ্দিনের উপর হামলা চালানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)