নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় দিন ১৫ আগে, পোস্তা থানার বাঁশতলা লেনে এক মহিলার ব্যাগ থেকে বেশি কিছু গয়না ও নগদ ৪ হাজার টাকা চুরি গিয়েছিল। গত ১৫ অক্টোবর সেই ঘটনার প্রেক্ষিতে তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বিভিন্ন সূত্র ও বাঁশতলা লেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রূপা দত্তকে। তিনি আবার টেলিভিশনের জনপ্রিয় মুখ বলে সূত্রের খবর। বেশ কিছু সিনেমাতে অভিনয়ও করেন রূপা।সেই অভিনেত্রীই এই চুরির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর, তার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। গত ১৫ অক্টোবর বাঁশতলা লেন থেকে মহিলার চুরি হয়েছিল প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা। সেগুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই প্রথম নয়, পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে কলকাতা বইমেলাতে পকেটমারির অভিযোগে আটক করা হয়েছিল রূপা দত্তকে।