• এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআরের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেইমতো শুরু হয়েছে প্রক্রিয়া। যাকে কেন্দ্র করে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষদের মনে। এই এসআইআরের ভীতিতেই রাজ্যে আত্মঘাতী হয়েছেন দু’জন। আত্মহত্যার চেষ্টা করেছেন দিনহাটার এক বৃদ্ধ। এর মাঝেই এসআইআরকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। আজ, শুক্রবার এক আইনজীবী এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।তাঁর আর্জি, আদালতের নজরদারিতে হোক গোটা এসআইআর প্রক্রিয়া। সঙ্গে এই প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হোক ও ২০০২-এর ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে ওই আইনজীবীর আর্জি, কেন এসআইআর করা হচ্ছে? প্রয়োজন কি রয়েছে এই প্রক্রিয়ার? বিস্তারিতভাবে আদালতের কাছে জানাক জাতীয় নির্বাচন কমিশন। ওই মামলাকারীর আর্জি মঞ্জুর করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। 
  • Link to this news (বর্তমান)