• সিঁথিতে মাথায় বন্দুক ঠেকিয়ে স্বর্ণ ব্যবসায়ীর থেকে বিপুল পরিমাণ সোনা লুট! তদন্তে পুলিশ
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্ব সিঁথির। এবার সেই সিঁথিতেই ঘটল ডাকাতির ঘটনা। মাথায় বন্দুক ঠেকিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কেজি ৩৮০ গ্রাম সোনা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে এমনটাই অভিযোগ ব্যবসায়ী সঞ্জিত কুমার দাসের। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আটটা নাগাদ। ওই ব্যবসায়ী জানিয়েছেন, বুধবার রাতে কারখানা থেকে প্রায় ২ কেজি ৩৮০ গ্রাম সোনা স্কুটারে করে নিয়ে সিঁথিতে নিজের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির বাইরে স্কুটারটি রেখে একবার ভিতরে ঢোকেন।কিছুক্ষণ বাদেই বাইরে বেরিয়ে তিনি দেখেন কয়েকজন ব্যক্তি তাঁর স্কুটারের কাছে দাঁড়িয়ে রয়েছে। অভিযোগ, তাঁকে দেখেই মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। সোনা চেয়ে হুমকি দিতে থাকে। প্রাণ ভয়ে প্রায় ২ কেজি ৩৮০ গ্রাম সোনা ওই দুষ্কৃতীদের দিয়ে দেন সঞ্জিতবাবু। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গোটা বিষয়টি নিয়ে গতকাল, বৃহস্পতিবার সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)