উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সম্ভাব্য মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দশজন, তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সোহম ভৌমিক
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ (পার্ট ওয়ান) হল আজ, শুক্রবার। পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন ফলপ্রকাশ করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় পাশের হার ৯৩.৭২ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দ্বিতীয় নদীয়া ও তৃতীয় হাওড়া। বিজ্ঞান বিভাগে পাশের হারের ৯৮.৮ শতাংশ। কর্মাসে ৯৮.১৯ শতাংশ। কলা বিভাগে ৯২.৫৪ শতাংশ। ওএমআর শিটে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এই রাজ্যের পড়ুয়ারা। সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী।যুগ্মভাবে প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র আদিত্যনারায়ণ জানা ও প্রীতম বল্লভ (৯৮.৯৭ শতাংশ)। দ্বিতীয় হয়েছেন দশজন। তাঁরা হলেন- ঐতিহ্য কচাল, অত্রিৎ পাল, প্রত্যুষ মণ্ডল, অরিঘ্ন সরকার, অতনু বন্দ্যোপাধ্যায়, সৌমাল্য রুদ্র, ত্রিদেব চক্রবর্তী, তপোব্রত দাস, অর্কদ্যুতি ধর, সৃজন পারিচা(৯৮.৯৫ শতাংশ)। তৃতীয় হয়েছেন একজন। তাঁর নাম সোহম ভৌমিক (৯৮.৯২ শতাংশ)। ৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দীপান্বিতা পাল। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের ছাত্রী তিনি। সম্ভাব্য মেধাতালিকায় স্থান চতুর্থ। সম্ভাব্য মেধাতালিকায় তৃতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোহম ভৌমিক।তিনি জানিয়েছেন, ওএমআর শিটে প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম। নতুন অভিজ্ঞতা। তবে এখনও পরীক্ষা শেষ হয়নি। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা বাকি রয়েছে। তাঁর লক্ষ্যেইে পড়াশোনা করছি। এই ফল ধরে রাখতে চাই। অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসি। আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। সম্ভাব্য মেধাতালিকায় রয়েছেন যাঁরা-চতুর্থ- দিপান্বিতা পাল, মনীশ সেনাপতি, আলেখ্য মাইতি, জয় হিরা, দিবপ্রিয়া মাঝি, সাগ্নিক ঘটক, ঋতব্রত ঘোষ, তন্ময় মণ্ডল, শুভদীপ অধিকারী, জিষ্ণু কুণ্ডু(৯৮.৪২ শতাংশ)পঞ্চম- রেহান রিজভি শেখ, সৌম্যদীপ মিশ্র (৯৮.৩৮ শতাংশ)ষষ্ঠ- সূর্য বর্মন, আবীর ভট্টাচার্য, সোহনদীপ খাটুয়া, অভ্রনীল চক্রবর্তী, স্বতন্ত্র জানা, আয়ূষ ঘোষাল, রৌনক দে, সৈকত সর্দার, সৌমিক দত্ত, তুহিন আখতার, সৌম্যদীপ ধারা, ময়ূখ পাল, অনুপ ভাট(৯৭.৮৯ শতাংশ)সপ্তম- সৌহার্দ্য দাস, সৃজন পাল, অলিভ গায়েন, সৌরাশিস দে, অনীশ গাঁতাইত (৯৭.৮৪ শতাংশ)অষ্টম- গোলাম ফৈজল (৯৭.৫০ শতাংশ)নবম- পল্লবকুমার ভাওয়াল, সমর্পণ বিশ্বাস, আদিত্যরঞ্জন রায়, সায়ন্তন দত্ত, অদ্রিজা গণ, শুভায়ন মণ্ডল, মণিদীপ মাহাত, দীপ চক্রবর্তী, অরিত্র দুয়ারি, সৌম্যদীপ খাঁ, আদর্শ মণ্ডল, সাদমান আবতাহি, সর্বজিৎ দাস, সোহম ঘোষ (৯৭.৩০ শতাংশ)দশম- শুভম রায়, ঋত্বিক দত্ত, শুভদীপ সরকার, সৌমাল্য পাত্র, আবু লাহিল সিদ্দিকি, শুভ্রকান্তি জানা, স্নেহা সুরাই, নৈঋতরঞ্জন পাল, রেহান আনসারি (৯৭.৩০ শতাংশ)।
Link to this news (বর্তমান)