• এসআইআর প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল, বিএলএ’দের ভার্চুয়াল বৈঠকে ডাকলেন অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ৩১ অক্টোবর ২০২৫
  • বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বুথ লেভেল আধিকারিক বা বিএলও-দের প্রশিক্ষণ পর্ব, যা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে এবার মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। এদিকে ব্লক লেভেল এজেন্ট বা বিএলএদের প্রস্তুত করতে তৃণমূলের দলীয় স্তরে শুরু হচ্ছে প্রশিক্ষণ পর্ব।

    সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর থেকেই ধাপে ধাপে প্রশিক্ষণ শিবির শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মূল বৈঠক হবে শুক্রবার বিকেল সাড়ে চারটায়, ভার্চুয়াল মাধ্যমে। সেই বৈঠকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে ব্লকস্তরের নেতা-কর্মীরা থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআরের প্রক্রিয়া ও দলের করণীয় কর্তব্য নিয়ে দিকনির্দেশ করবেন বলেই জানা গিয়েছে।

    তৃণমূল সূত্রের খবর, রাজ্যের প্রতিটি বুথেই বিএলএ–২-এর ব্যবস্থা আগেই করা হয়েছে। প্রতি বুথের জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের নাম চূড়ান্ত করা হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, যাঁরা এতদিন ভোটার তালিকার স্ক্রুটিনির কাজ করেছেন, যাঁরা এলাকার প্রতিটি ভোটারকে ভালোভাবে চেনেন, তাঁরা বিএলও এবং দলের এজেন্টদের সঙ্গে থেকে পুরো প্রক্রিয়াটি দেখভাল করবেন। একই সঙ্গে অভিজ্ঞ এজেন্টদেরই এইবারও দায়িত্ব দেওয়া হয়েছে, কোথাও কোথাও প্রয়োজন অনুসারে সামান্য রদবদলও করা হয়েছে।

    দলের এক সিনিয়র নেতা বলেন, ‘এই সমীক্ষা আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই আমরা চাই, একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়।’

    তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় যাতে বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক পক্ষ নাগরিকদের বিভ্রান্ত করতে না পারে, সেই বিষয়ে দলীয় স্তরে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। বুথস্তর থেকে ব্লক স্তর পর্যন্ত নেতৃত্বকে বলা হয়েছে, এসআইআরের কাজ চলাকালীন মাঠে নেমে মানুষের পাশে থাকতে।

    সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে প্রায় ৬ হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে বোঝাবেন, বুথ এজেন্টদের কীভাবে তথ্য যাচাই করতে হবে, কীভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং কীভাবে বিভ্রান্তি এড়াতে হবে।

    তৃণমূল নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, ‘একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না পড়ে।’ দলের বক্তব্য, এসআইআরের মতো গুরুত্বপূর্ণ এই পর্যায়ে নিখুঁতভাবে প্রস্তুতি নেওয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)